আরও পড়ুনঃ এক পাড়ার জমা জল গিয়ে পড়ছে অন্য পাড়ায়! কেবল পাম্প বন্ধ করা নিয়ে হাবড়ায় ধুন্ধুমার কাণ্ড, শেষমেশ যা হল
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাটাবাগান এলাকায় হানা দেয়। সেখানে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র, লোহার রোড, ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে, ডাকাতির উদ্দেশ্যে এক জায়গায় জড়ো হয়েছিল তারা।
advertisement
এই অভিযান চালিয়ে ফেরার সময় এক ব্যক্তিকে ব্যাগ হাতে একটি বাগানের ভিতরে লুকিয়ে থাকতে দেখে পুলিশ। পুলিশের সন্দেহ হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালায়। ওই ব্যক্তির ব্যাগ থেকে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদে ব্যক্তি স্বীকার করেছে, ওই নিষিদ্ধ কাফ সিরাপ সে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ওখানে উপস্থিত হয়েছিল। এরপর তাকেও গ্রেফতার করে পুলিশ। তিন ধৃতকেই আজ আদালতে পাঠিয়েছে পুলিশ।