এক পাড়ার জমা জল গিয়ে পড়ছে অন্য পাড়ায়! কেবল পাম্প বন্ধ করা নিয়ে হাবড়ায় ধুন্ধুমার কাণ্ড, শেষমেশ যা হল

Last Updated:

পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ এবং হাবরা থানার পুলিশ। বন্ধ করে দেওয়া হয় পাম্প।

চলছে বিক্ষোভ
চলছে বিক্ষোভ
হাবড়া, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলমঃ পাশাপশি দুই পৌর এলাকার জমা জল নিয়ে বাসিন্দাদের মধ্যে তুমুল বচসা, অশান্তি। হাতাহাতি পর্যন্ত গড়াল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে দুই থানার পুলিশ। হাবড়া পুরসভার ১৫ ও ৮ নম্বর ওয়ার্ডের এবং অশোকনগর পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে জমা জল নিয়ে শুরু হয় অশান্তি। ধীরে ধীরে পরিস্থিতি হাতাহাতির দিকে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১ এবং ২ নম্বর ওয়ার্ডের জমা জল পাম্পের মাধ্যমে সেচ দিয়ে পার্শ্ববর্তী হাবরা পৌরসভার ৮ এবং ১৫ নম্বর ওয়ার্ডে ফেলা হচ্ছিল। আর তা থেকে এদিনের অশান্তির সূত্রপাত। এমনিতেই হাবরা পৌরসভার ১৫ এবং ৮ নম্বর ওয়ার্ড বেশ কিছুদিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে। যার জেরে বিরক্ত তাঁরা। তার মধ্যেই সোমবার রাতে হঠাৎ করে অশোকনগর পৌরসভার ২ এবং ১ ওয়ার্ডের জল পাম্পের মাধ্যমে সেচ দিতেই আরও জলমগ্ন হয়ে পড়ে হাবড়া পৌরসভার এই দুটি ওয়ার্ড।
advertisement
আরও পড়ুনঃ বাড়ির গেট খুলে ঢুকছে অচেনা মহিলা, ছেলেধরা নাকি! এরপর যা করলেন গ্রামবাসী, হুলুস্থুল কাণ্ড বসিরহাটে
সাংঘাতিক চটে গিয়ে ৮ এবং ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গিয়ে পাম্প বন্ধ করার কথা বলতেই শুরু হয় অশান্তি। সেই অশান্তি এক সময় হাতাহাতির চেহারা নেয়। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ এবং হাবরা থানার পুলিশ। বন্ধ করে দেওয়া হয় পাম্প। কথা হয় দুই পৌরসভার দুই পৌর প্রধানদের মধ্যে। তবে দুই পক্ষের সাধারণ বাসিন্দাদের একটাই কথা, প্রতি বছর বৃষ্টির দিন আসলেই বেশ কয়েক মাস ধরে তাঁদের জল যন্ত্রণা সহ্য করতে হয়। তাই দুই পক্ষই চাইছেন এই সমস্যার একটি স্থায়ী সমাধান হোক।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক পাড়ার জমা জল গিয়ে পড়ছে অন্য পাড়ায়! কেবল পাম্প বন্ধ করা নিয়ে হাবড়ায় ধুন্ধুমার কাণ্ড, শেষমেশ যা হল
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement