তারপর ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। স্মার্ট মিটার লাগাতে নিষেধ করেন। তৈরি হয় উত্তেজনা। কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে মাছভাঙ্গা গ্রামের গ্রামবাসী সহ জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির কর্মীরা।
আরও পড়ুন: ৫৩ বছরে হারিয়ে গেছে ২০ হাজার মানুষ, পৃথিবীর যেখানে গেলে ফেরে না কেউ! কোথায় এই জায়গা?
advertisement
মিটার ভেঙে রাস্তার উপরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশিপুর থানার পুলিশ। জমি কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে বিদ্যুৎ দফতরের কর্মীদের উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন: ‘বাংলাতেই এমন হয়!’ স্পেনে শিল্প ঘোষণা নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায়
তবে গ্রামবাসী ও জমি কমিটির কর্মীদের দাবি, কোনও স্মার্ট মিটার লাগানো যাবে না। আগে যে মিটার রয়েছে সেই মিটার থাকবে বলেই দাবি করে তারা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2023 10:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Smart Meter: স্মার্ট মিটার লাগাতে গিয়ে বন্দি বিদ্যুৎ কর্মীরা! অশান্ত ভাঙড়, কী এই স্মার্ট মিটার? কেন বিক্ষোভ?
