TRENDING:

Six Fishermen Found: মাছ ধরতে গিয়ে বিপদ! ডুবে যায় নৌকা, ট্রলারের সহযোগিতায় উদ্ধার ৬ মৎসজীবী

Last Updated:

Six Fishermen Found: ঘোড়ামারা দ্বীপের কাছে মৎসজীবীদের নৌকাডুবি। জাহাজের ঢেউয়ে ডুবে যায় নৌকা। সারারাত নদীতে থাকার পর বৃহস্পতিবার ৬ জন মৎসজীবীকে উদ্ধার করা হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুলপি, দক্ষিণ ২৪ পরগনা, আনিশ উদ্দিন মোল্লাঃ জাহাজের ঢেউয়ে ডুবে গেল মৎস্যজীবীদের নৌকা। ঘোড়ামারা দ্বীপের কাছে মৎসজীবীদের নৌকাডুবির এই ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা নদীতে থাকার পর তাঁদের উদ্ধার করা হয়। মাছ ধরতে যাওয়ার ট্রলারের সহযোগিতায় উদ্ধার হন ৬ মৎস্যজীবী।
৬ জন মৎসজীবী উদ্ধার
৬ জন মৎসজীবী উদ্ধার
advertisement

জানা যাচ্ছে, বুধবার বিকেলে কুলপি থানার রাঙাফলা এলাকার ৬ মৎস্যজীবী ঘোড়ামারা দ্বীপের কাছে মাছ ধরতে যান। ছোট নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। সেই সময় জাহাজের ঢেউয়ে ঘটে বিপত্তি। ঘোড়ামারা দ্বীপের কাছেই ডুবে যায় মৎসজীবীদের ওই নৌকা।

আরও পড়ুনঃ ঐতিহ্যের ২৫ বছর! পঞ্চকোট মহাবিদ্যালয়ে রজত জয়ন্তী উদযাপন, কলেজের জন্য বড় ঘোষণা সাংসদের

advertisement

এরপর কয়েক ঘণ্টা নদীতে থাকার পর অবশেষে ৬ জন মৎসজীবীকে উদ্ধার করা হয়। মাছ ধরতে যাওয়ার এক ট্রলারের সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয়। বর্তমানে সকলেই সুস্থ বলে খবর। তবে জাহাজের ঢেউয়ে ডুবে যাওয়া নৌকা উদ্ধার করা যায়নি।

জানা যাচ্ছে, নদী থেকে উদ্ধারের পর ৬ জন মৎস্যজীবীকে বেলপুকুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁরা যে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন সেটি উদ্ধার করা না গেলেও বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন বলে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Six Fishermen Found: মাছ ধরতে গিয়ে বিপদ! ডুবে যায় নৌকা, ট্রলারের সহযোগিতায় উদ্ধার ৬ মৎসজীবী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল