Panchakot Mahavidyalaya: ঐতিহ্যের ২৫ বছর! পঞ্চকোট মহাবিদ্যালয়ে রজত জয়ন্তী উদযাপন, কলেজের জন্য বড় ঘোষণা সাংসদের

Last Updated:

Panchakot Mahavidyalaya: ২০০১ সালে পুরুলিয়ার নিতুরিয়ার সরবড়িতে স্থাপন হয় পঞ্চকোট মহাবিদ্যালয়। এদিন এই প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা

+
পঞ্চকোট

পঞ্চকোট মহাবিদ্যালয়ের ২৫ বছর পূর্তি

পুরুলিয়া, শান্তনু দাসঃ পঞ্চকোট রাজবংশের বাসভূমিতে প্রথম শিক্ষার আলো প্রজ্বলিত করতে পঞ্চকোট রাজবংশের স্মরণে প্রতিষ্ঠিত হয়েছিল পুরুলিয়ার পঞ্চকোট মহাবিদ্যালয়। ২০০১ সালে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজহিতৈষীদের হাত ধরেই পুরুলিয়ার নিতুরিয়ার সরবড়িতে স্থাপন হয় এই মহাবিদ্যালয়। সেই প্রতিষ্ঠান এক সুদীর্ঘ পথ অতিক্রম করে রজত জয়ন্তী বর্ষ উদযাপন করল।
রাজবংশের স্মরণে প্রতিষ্ঠিত হওয়া মহাবিদ্যালয়ের রজত জয়ন্তীর গৌরবোজ্জ্বল উদযাপন অনুষ্ঠানে সাক্ষী থাকলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী। এদিন মহাবিদ্যালয় চত্বরে থাকা স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে এই বিশেষ অনুষ্ঠানের সূচনা হয়। একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান মঞ্চে ২৫ বছর পূর্তির কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
advertisement
আরও পড়ুনঃ মাছ ধরতে গিয়ে জঙ্গলে নিখোঁজ! ১০ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার গৃহবধূ
এদিনের এই রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া সিধু-কানু-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এছাড়াও যাদের অক্লান্ত পরিশ্রমে সেই সময় এই কলেজ স্থাপিত হয়েছিল তাঁদের অনেকেই আজ উপস্থিত হয়েছিলেন।‌
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাংসদ অরূপ চক্রবর্তী কলেজের জন্য সাংসদ তহবিল থেকে ২৫ লক্ষ টাকা বরাদ্দে একটি সোলার পাওয়ার প্রোজেক্ট দেওয়ার ঘোষণা করেন। এটি কলেজের বার্ষিক অতিরিক্ত বিল রোধে সহায়ক হবে বলে মনে করছেন অনেকেই। পঞ্চকোট মহাবিদ্যালয়ের এই রজত জয়ন্তী উদযাপন একটি স্মরণীয় মুহূর্ত। এই অনুষ্ঠান মহাবিদ্যালয়ের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchakot Mahavidyalaya: ঐতিহ্যের ২৫ বছর! পঞ্চকোট মহাবিদ্যালয়ে রজত জয়ন্তী উদযাপন, কলেজের জন্য বড় ঘোষণা সাংসদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement