দোকানে গিয়ে রাখি বেছে নেওয়ার মধ্যেই যেন উৎসবের প্রথম আনন্দ খুঁজে পাচ্ছেন বহু মানুষ। বিক্রেতা থেকে ক্রেতা, সবাই বলছেন, স্মার্টফোনের যুগে এই সম্পর্কের আবেগ এখনও থেমে যায়নি। সিউড়ির এক দোকানে রাখি কিনতে এসে স্কুল পড়ুয়া ঈশা ঘোষ জানায়, রাখি কিনছি দাদার জন্য। ভাইবোনের যে মেল, যে বন্ধন, সেই জন্যই এই রাখি। একই মত শিক্ষক রূপক মন্ডলেরও।
advertisement
আরও পড়ুন : পড়াশোনার ফাঁকে চমক! স্কুল পড়ুয়াদের হাতে তৈরি রাখি দেখে অবাক সকলে
তিনি বলেন, পুরনো যুগের কালচার আজ আধুনিক যুগেও অটুট। আজকাল রাখি অনেক রঙিন, আধুনিক হয়েছে। কিন্তু সম্পর্কের আবেগটা একটুও বদলায়নি। মানুষ আজও হাতে ছুঁয়ে রাখি বেছে নিচ্ছে। আর ভাইয়ের হাতে বোন সেই রাখি বেঁধে দিচ্ছে ভালবাসা নিয়ে। রাখি বিক্রেতা বিপিন মাহাতো বলেন, আমার দোকানে সব ধরনের রাখি আছে। গোল্ডেন রাখি, কার্টুন রাখি, পুঁথির রাখি। বাচ্চাদের জন্য ভীম, ছোটা ভীমের রাখিও রয়েছে। ভাল বিক্রি হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে দোকান মালিক অভিজিৎ গড়াই জানালেন, “গ্রিটিংস কার্ড এখন আর চলে না। আনিও না। কিন্তু রাখির বিক্রি একদম ভাল চলছে। মানুষ আজও রাখি কিনতে দোকানে আসেন, দেখে, ছুঁয়ে তারপর কিনে নিয়ে যান।” স্মার্টফোনের পর্দায় যখন জীবনের অনেক কিছুই চলে এসেছে, তখন ভাইবোনের এই সম্পর্কের বন্ধন এখনও রয়ে গেছে স্পর্শের চিহ্নে, অনুভবের গভীরে।