TRENDING:

দোকানে ঢুকলেই চোখ ধাঁধিয়ে যাবে! সিউড়ির রাখি বাজারে কী নেই বলুন তো?

Last Updated:

গোল্ডেন রাখি, কার্টুন রাখি, পুঁথির রাখি। বাচ্চাদের জন্য ভীম, ছোটা ভীমের রাখিও রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুদীপ্ত গড়াই, সিউড়ি, বীরভূম: সময় বদলেছে, বদলেছে মানুষের অভ্যাস। স্মার্টফোনের যুগে হারিয়ে গিয়েছে অনেক কিছুই। টিভি দেখা এখন ইউটিউবে। ঘড়ির জায়গা নিয়েছে মোবাইল স্ক্রিন। আর বিশেষ দিনে কেউ আর গ্রিটিংস কার্ড পাঠায় না। কিন্তু এই সবকিছুর মধ্যেও এক ঐতিহ্য আজও অটুট, ‘রাখি বন্ধন’। বীরভূমের সিউড়ি শহর থেকে শুরু করে গ্রামের হাটবাজার, সব জায়গাতেই চোখে পড়ছে রঙিন রাখির পসরা।
advertisement

দোকানে গিয়ে রাখি বেছে নেওয়ার মধ্যেই যেন উৎসবের প্রথম আনন্দ খুঁজে পাচ্ছেন বহু মানুষ। বিক্রেতা থেকে ক্রেতা, সবাই বলছেন, স্মার্টফোনের যুগে এই সম্পর্কের আবেগ এখনও থেমে যায়নি। সিউড়ির এক দোকানে রাখি কিনতে এসে স্কুল পড়ুয়া ঈশা ঘোষ জানায়, রাখি কিনছি দাদার জন্য। ভাইবোনের যে মেল, যে বন্ধন, সেই জন্যই এই রাখি। একই মত শিক্ষক রূপক মন্ডলেরও।

advertisement

আরও পড়ুন : পড়াশোনার ফাঁকে চমক! স্কুল পড়ুয়াদের হাতে তৈরি রাখি দেখে অবাক সকলে

তিনি বলেন, পুরনো যুগের কালচার আজ আধুনিক যুগেও অটুট। আজকাল রাখি অনেক রঙিন, আধুনিক হয়েছে। কিন্তু সম্পর্কের আবেগটা একটুও বদলায়নি। মানুষ আজও হাতে ছুঁয়ে রাখি বেছে নিচ্ছে। আর ভাইয়ের হাতে বোন সেই রাখি বেঁধে দিচ্ছে ভালবাসা নিয়ে। রাখি বিক্রেতা বিপিন মাহাতো বলেন, আমার দোকানে সব ধরনের রাখি আছে। গোল্ডেন রাখি, কার্টুন রাখি, পুঁথির রাখি। বাচ্চাদের জন্য ভীম, ছোটা ভীমের রাখিও রয়েছে। ভাল বিক্রি হচ্ছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

অন্যদিকে দোকান মালিক অভিজিৎ গড়াই জানালেন, “গ্রিটিংস কার্ড এখন আর চলে না। আনিও না। কিন্তু রাখির বিক্রি একদম ভাল চলছে। মানুষ আজও রাখি কিনতে দোকানে আসেন, দেখে, ছুঁয়ে তারপর কিনে নিয়ে যান।” স্মার্টফোনের পর্দায় যখন জীবনের অনেক কিছুই চলে এসেছে, তখন ভাইবোনের এই সম্পর্কের বন্ধন এখনও রয়ে গেছে স্পর্শের চিহ্নে, অনুভবের গভীরে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দোকানে ঢুকলেই চোখ ধাঁধিয়ে যাবে! সিউড়ির রাখি বাজারে কী নেই বলুন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল