সূত্রের খবর, বুধবার রাতে নিজের ফোটো স্টুডিও থেকে স্কুটার নিয়ে বাড়ি ফেরার পথে তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। গলায় ছুরির কোপ মারে।রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
খবর পেয়ে রাতে সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গিয়ে দেখে স্কুটার ও একটি চালের বস্তা পড়ে রয়েছে রাস্তার ধারে। মৃত যুবকের হরিপুর বাজারে ফোটো স্টুডিও রয়েছে। ভিডিও এডিটিং এর কাজও করতেন তিনি। বুধবার রাতে নিজের স্টুডিও থেকে বাড়ি ফেরার পথে খুন হয়।
কী কারণে তাঁকে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ।মৃতের পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে কারো সঙ্গে শত্রুতা ছিল কিনা।
পুলিশ জানিয়েছে, ধারালো কিছু দিয়ে গলায় আঘাত করা হয়েছে। আজ মৃতদেহ ময়নাতদন্ত করা হবে।
মৃতের স্ত্রী সুইটির দাবি, তাঁর স্বামীর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। ব্যবসায়িক গোলমালের জেরেও খুন হতে পারে বলে অনুমান।