বীরভূমের লাভপুর বিধানসভার অন্তর্গত গড়গড়িয়া গ্রাম । সেই গ্রামেই পৈতৃক বাড়ি প্রখ্যাত সঙ্গীত শিল্পী শিলাজিৎ-এর । প্রায়শই এই গ্রামে আসেন তিনি । আজ ২৬ জানুয়ারি, ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হচ্ছে আজকের দিনটি। সে রকমই নিজের পৈতৃক বাড়ি গড়গড়িয়ার গ্রামে আদিবাসী ছেলে-মেয়েদের নিয়ে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের আয়োজন করেছিলেন সঙ্গীত শিল্পী শিলাজিৎ।
advertisement
আরও পড়ুন: 'বুদ্ধবাবু কী করেছেন পদ্মভূষণ পাওয়ার মতো?' CPIM-BJP 'বন্ধুত্বের' অভিযোগ তৃণমূলের
আরও পড়ুন: সিট বেল্ট থেকে হেলমেট, কলকাতায় ট্রাফিক আইন ভাঙলে বিপুল জরিমানা বৃদ্ধি! অবশ্যই জানুন...
এই অনুষ্ঠানে সংগীত শিল্পী শিলাজিৎ আমন্ত্রণ জানান লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহাকে । তাঁর আমন্ত্রণে লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা (রাণা) পৌঁছন গড়গড়িয়ায়। সেখানেই ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করেন তিনি । শিলাজিৎ-এর আমন্ত্রণে না এসে থাকা যেত না, এমনই মন্তব্য করেন বিধায়ক অভিজিৎ সিনহা।