গাড়ি উল্টে যাওয়ার ফলে বাসন্তী হাইয়ের উপরে বাগদা চিংড়ি মাছ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। দূর থেকে দেখলে মনে হবে রাস্তার উপরেই মাছের স্তুপ। এভাবে রাস্তায় মাছ বিছিয়ে থাকার ফলে অবরুদ্ধ হয়ে যায় রাস্তা, শুরু হয় যানজটও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় লাউগাছি বিট হাউসের পুলিশ।
আরও পড়ুন: পরিবেশ রক্ষা বার্তা নিয়ে রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলছেন শিল্পীরা
advertisement
ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মানুষও। তড়িঘড়ি মাছ সংগ্রহ করতে হাত লাগায় সাধারণ মানুষ, বেলচা দিয়ে সেই মাছগুলি উদ্ধার করে আবার ট্রাকে তুলে দেয় এলাকাবাসী৷ তবে এই ঘটনায় তেমন ছোট দুর্ঘটনা না ঘটলেও গুরুতর আহত হন গাড়ির চালক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে পুলিশের পথ নিরাপত্তা বিষয়ক এত সচেতনতার পরেও রাস্তায় গাড়ির পূর্ণাঙ্গ সুরক্ষা না নিয়ে কিভাবে গাড়ি চলল ও ক্রমগত দিনের পর দিন দুর্ঘটনা বেড়ে যাওয়ার ফলে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে বাসন্তী হাইওয়ে।
জুলফিকার মোল্যা





