TRENDING:

West Bengal News: হঠাৎ আলোর ঝলকানি, তারপরই...কাকদ্বীপে গার্লস হস্টেলে এ কী কাণ্ড! অসুস্থ ১০ ছাত্রী হাসপাতালে

Last Updated:

West Bengal News: জানা গিয়েছে, গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের হরিপুরে কেন্দ্রীয় সরকারের এসসি-এসটি হস্টেলে হঠাৎই শর্ট সার্কিট হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাকদ্বীপ: শর্ট সার্কিটে আতঙ্ক, কাকদ্বীপ হাসপাতালে ভর্তি ১০ জন ছাত্রী। কাকদ্বীপ গভর্মেন্ট স্পনসর্ড হাই স্কুল ফর গার্লস স্কুলে শক-এর আতঙ্কে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি ১০ জন ছাত্রী। শট-সার্কিটের ফলে হোস্টেলের সমস্ত আলো নিভে যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময় ওই হস্টেলে থাকা ছাত্রীরা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। ইলেকট্রিক শট সার্কিট হওয়ার আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে ১০ জন ছাত্রী। হোস্টেল সূত্রে খবর জলের পাম্প চলছিল সেই মোটরের তার থেকে শর্ট সার্কিট হয়। আর সেই শর্ট সার্কিটে সময় তীব্র আলোর ঝলকানি চোখে পড়ে হস্টেলে থাকা ছাত্রীদের। আর তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। অবশ্য ছাত্রীরা সকলেই এখন সুস্থ রয়েছেন। আজই হাসপাতাল থেকে ছাড়া হবে তাদের।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

জানা গিয়েছে, গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের হরিপুরে কেন্দ্রীয় সরকারের এসসি-এসটি হস্টেলে হঠাৎই শর্ট সার্কিট হয়। শট সার্কিটের জেরে হস্টেলে থাকা পড়ুয়াদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। হোস্টেলে থাকা ১০ জন ছাত্রীকে নিয়ে আসা হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে।

advertisement

আরও পড়ুন: নন্দীগ্রামে রবিবার মহাকাণ্ড, শুভেন্দু-কুণাল দ্বৈরথে এবার নতুন চমক রাজীব বন্দ্যোপাধ্যায়!

রাতে হাসপাতালের ভর্তি রাখা হয় পর্যবেক্ষণের জন্য। এরা ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী ও নবম শ্রেণীতে পড়াশোনা করে। সকলেই সুস্থ আছে৷ আজ সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। হস্টেলের মেন সুইচ থেকে পাম্পের তার শট সার্কিটের জেরে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে হস্টেলে।

advertisement

আরও পড়ুন: ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভান্ডরে ২০০০ টাকা করে! সুকান্তর দাবিতে তীব্র শোরগোল, অস্বস্তিও

আর তার জেরেই ঘটে বিপত্তি। বড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলে মত পড়ুয়াদের একাংশের। খবর পাওয়ার পর দমকল, বিদ্যুৎ দপ্তরের কর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমেই হস্টেলটিকে বিদ্যুৎ বিছিন্ন করা হয়। পরে সব ছাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আজ বেলায় আবার হস্টেলটি পরিদর্শন করবেন ব্লক আধিকারিকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

-অর্পণ মণ্ডল

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: হঠাৎ আলোর ঝলকানি, তারপরই...কাকদ্বীপে গার্লস হস্টেলে এ কী কাণ্ড! অসুস্থ ১০ ছাত্রী হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল