জানা গিয়েছে, গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের হরিপুরে কেন্দ্রীয় সরকারের এসসি-এসটি হস্টেলে হঠাৎই শর্ট সার্কিট হয়। শট সার্কিটের জেরে হস্টেলে থাকা পড়ুয়াদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। হোস্টেলে থাকা ১০ জন ছাত্রীকে নিয়ে আসা হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে।
advertisement
আরও পড়ুন: নন্দীগ্রামে রবিবার মহাকাণ্ড, শুভেন্দু-কুণাল দ্বৈরথে এবার নতুন চমক রাজীব বন্দ্যোপাধ্যায়!
রাতে হাসপাতালের ভর্তি রাখা হয় পর্যবেক্ষণের জন্য। এরা ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী ও নবম শ্রেণীতে পড়াশোনা করে। সকলেই সুস্থ আছে৷ আজ সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। হস্টেলের মেন সুইচ থেকে পাম্পের তার শট সার্কিটের জেরে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে হস্টেলে।
আরও পড়ুন: ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভান্ডরে ২০০০ টাকা করে! সুকান্তর দাবিতে তীব্র শোরগোল, অস্বস্তিও
আর তার জেরেই ঘটে বিপত্তি। বড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলে মত পড়ুয়াদের একাংশের। খবর পাওয়ার পর দমকল, বিদ্যুৎ দপ্তরের কর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমেই হস্টেলটিকে বিদ্যুৎ বিছিন্ন করা হয়। পরে সব ছাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আজ বেলায় আবার হস্টেলটি পরিদর্শন করবেন ব্লক আধিকারিকরা।
-অর্পণ মণ্ডল