TRENDING:

কল্যাণীর টুইন টাওয়ারের মণ্ডপে শর্ট শার্কিট! দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা

Last Updated:

Kalyani Twin Tower Pandal: ৪০ লাখ টাকা খরচ করে তৈরি টুইন টাওয়ারের আদলে মণ্ডপ। আচমকা এমন কাণ্ড!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কল্যাণী; একদিকে হুগলির শ্রীরামপুর, অন্যদিকে নদীয়ার কল্যাণী। এ বলে আমায় দেখ, ও বলে আমায়! রাজ্যের দুই জেলার দুই প্রান্তে এবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত টুইন টাওয়ার বা পেট্রোনাস টাওয়ারের আদলে গড়া হয়েছে মণ্ডপ।
advertisement

কল্যাণীর আইটিআই মোড়ে তৈরি হয়েছে এই মণ্ডপ। আর শ্রীরামপুরের মণ্ডপটি আরএমএস মাঠে। তবে কল্যাণীর টুইন টাওয়ারের মণ্ডপে পঞ্চমীতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা গিয়েছিল বলে খবর। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। ষষ্ঠীর সন্ধ্যেয় কলকাতাসহ জেলার বেশ কিছু জায়গায় ঝেঁপে বৃষ্টি হয়েছে। রেহাই পায়নি কল্যাণীও।

আরও পড়ুন- বাড়ির পুজো, একমাত্র মেয়ের থেকে ১১৫ কিমি দূরে জেলযাপন, ভীষণ 'মন খারাপ' অনুব্রতর

advertisement

দেড়শো ফুট উঁচু টুইন টাওয়ার দেখতে ভিড় উপচে পড়েছিল কল্যাণীর আইটিআই মোড়ে। তবে সন্ধে নামতেই মণ্ডপে শর্ট শার্কিট হয়। ফলে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। তা নিয়ে একদফা বিশৃঙ্খলাও তৈরি হয়।

আসলে পাশাপাশি জেলা থেকেও বহু মানুষ এই মণ্ডপ দেখতে ভিড় করেছিলেন। ফলে মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ায় তাঁদের মধ্যে অনেকে আর মাথা ঠিক রাখতে পারেননি।

advertisement

কল্যাণীর আইটিআই মোড় দু্র্গাপুজা কমিটি ও স্থানীয় ব্যবসায়ী মিলে এই পুজো আয়োজন করেছেন। সারা মণ্ডপে দেখার মতো আলোকসজ্জা করা হয়েছে। কলকাতার যে কোনও পুজোকে টেক্কা দেওয়ার মতো আয়োজন। তাই কল্যাণীর আইটিআই মোড়ে শুরু থেকেই ব্যাপক ভিড়। পুলিশ ও স্বেচ্ছাসেবকরা মিলে সেই ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে।

আরও পড়ুন- Durga Puja 2022: দরিদ্র ব্রাহ্মণের হাত ধরেই সদর বাড়িতে শুরু হয়েছিল দুর্গাপুজো, ভোগ দেওয়া হত রুটি ও গুড়ের পায়েস 

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মোট ৪০ লাখ টাকা খরচ করে এই মণ্ডপ তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। যেমন মণ্ডপ, তেমন আলোকসজ্জা। তবে ষষ্ঠীতে বৃষ্টিই সব যেন পণ্ড করে দিল। আচমকা শর্ট সার্কিটে যেন তাল কাটল কিছুটা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কল্যাণীর টুইন টাওয়ারের মণ্ডপে শর্ট শার্কিট! দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল