এটা আসলে নতুন কিছুই নয়! জঙ্গলমহল পুরুলিয়ার মনসা পুজোর চিত্রটা প্রত্যেক বছর এইরকমই থাকে। এই পুজো ঘিরে কার্যত বনধের চেহারা নেয় গোটা জেলা। শহর থেকে গ্রাম, সর্বত্র একই চিত্র। পুরুলিয়া জেলায় ৩ দিন ব্যাপী মনসা পুজো পালিত হয়। সোমবার এই পুজোর পান্না উৎসব। এই ৩ দিন দোকানপাট কিছুটা কম খোলা থাকলেও পান্নার দিন একেবারে বনধের চেহারা নেয় গোটা জেলা।
advertisement
আরও পড়ুনঃ বাবা দোকানি, মা গৃহবধূ! ২ বছরেই জয়নগরের গর্ব আরিশ, এই ‘বিস্ময় বালকে’র প্রতিভা দেখলে মুগ্ধ হবেন
এই বিষয়ে পুরুলিয়া শহরের বাসিন্দারা বলেন, পুরুলিয়ার ঐতিহ্যবাহী একটি পুজো হল মনসা পুজো। এই পূজা দুর্গা পুজোকেও হার মানায়। একেবারে উৎসবের চেহারা নেয় সব জায়গা। পুরুলিয়ায় এই মনসা পুজো বহু বছর ধরে হয়ে আসছে। প্রত্যেক বছর এই একই চেহারা থাকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জঙ্গলমহলের প্রান্তিক মানুষদের কাছে লোকদেবী মনসার বন্দনা অন্য মাত্রা পায়। তাঁদের বিশ্বাস, দেবীকে তুষ্ট রাখলে সর্পদংশনের ভয় কমে যায় অনেকখানি। ভক্তি পরম্পরায় চলে আসছে এই পুজো। বিভিন্ন মন্দির তো বটেই, প্রায় প্রতি গৃহস্থের বাড়িতেই পুজো হয়। জেলার মানুষদের কাছে অনেকখানি আবেগের এই পুজো। সেই কারণেই এই পুজোয় অঘোষিত বনধ হয় পুরুলিয়ায়।