TRENDING:

পুরুলিয়ায় অঘোষিত বনধ! অফিস-আদালত ফাঁকা, দোকানপাট বন্ধ! শহরে হঠাৎ হল কী?

Last Updated:

এ যেন এক অঘোষিত বনধ! পুরুলিয়া শহরে হচ্ছেটা কী?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ সরকারিভাবে অফিস-আদালত খোলা, কিন্তু তারপরেও রাস্তাঘাটে লোকজনের সংখ্যা অনেক কম। দোকানপাট সমস্ত কিছুই বন্ধ। এ যেন এক অঘোষিত বনধ! এখন প্রশ্ন হল, পুরুলিয়া শহরে হচ্ছেটা কী?
advertisement

এটা আসলে নতুন কিছুই নয়! জঙ্গলমহল পুরুলিয়ার মনসা পুজোর চিত্রটা প্রত্যেক বছর এইরকমই থাকে। এই পুজো ঘিরে কার্যত বনধের চেহারা নেয় গোটা জেলা। শহর থেকে গ্রাম, সর্বত্র একই চিত্র। পুরুলিয়া জেলায় ৩ দিন ব্যাপী মনসা পুজো পালিত হয়। সোমবার এই পুজোর পান্না উৎসব। এই ৩ দিন দোকানপাট কিছুটা কম খোলা থাকলেও পান্নার দিন একেবারে বনধের চেহারা নেয় গোটা জেলা।

advertisement

আরও পড়ুনঃ বাবা দোকানি, মা গৃহবধূ! ২ বছরেই জয়নগরের গর্ব আরিশ, এই ‘বিস্ময় বালকে’র প্রতিভা দেখলে মুগ্ধ হবেন

এই বিষয়ে পুরুলিয়া শহরের বাসিন্দারা বলেন, পুরুলিয়ার ঐতিহ্যবাহী একটি পুজো হল মনসা পুজো। ‌এই পূজা দুর্গা পুজোকেও হার মানায়। একেবারে উৎসবের চেহারা নেয় সব জায়গা। পুরুলিয়ায় এই মনসা পুজো বহু বছর ধরে হয়ে আসছে। প্রত্যেক বছর এই একই চেহারা থাকে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জঙ্গলমহলের প্রান্তিক মানুষদের কাছে লোকদেবী মনসার বন্দনা অন্য মাত্রা পায়। তাঁদের বিশ্বাস, দেবীকে তুষ্ট রাখলে সর্পদংশনের ভয় কমে যায় অনেকখানি। ভক্তি পরম্পরায় চলে আসছে এই পুজো। বিভিন্ন মন্দির তো বটেই, প্রায় প্রতি গৃহস্থের বাড়িতেই পুজো হয়। জেলার মানুষদের কাছে অনেকখানি আবেগের এই পুজো। সেই কারণেই এই পুজোয় অঘোষিত বনধ হয় পুরুলিয়ায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরুলিয়ায় অঘোষিত বনধ! অফিস-আদালত ফাঁকা, দোকানপাট বন্ধ! শহরে হঠাৎ হল কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল