আরও পড়ুন: দেশের সবচেয়ে নোংরা শহর কোনটা জানেন? রাজ্যের এক শহর, নাম দেখলে আকাশ থেকে পড়বেন
অশোকনগর আট নম্বর কালিবাড়ি মোড় এলাকায় মিলল এমনই এক বিক্রেতার খোঁজ। গাড়ি বোঝাই করে আদার বস্তা নিয়ে এসে, ঢেলে বিক্রি করছেন শুধুই আদা। মাইকে চলছে প্রচার। আর তা শুনেই হামলে পড়ছেন ক্রেতারা। পথচলতি মানুষজনও দাঁড়িয়ে গিয়ে, ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছেন আদা কিনে। বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেল, পাইকারি দরে প্রচুর পরিমাণে আদা কিনে সরাসরি তারা পৌঁছে দিচ্ছেন ক্রেতাদেরকে, ফলে দাম অনেক আংশেই কম রেখেও লাভের মুখ দেখতে পাচ্ছেন তারা।
advertisement
শুধু আদা বিক্রি করেই এখন বিক্রেতার মুখে ফুটছে চওড়া হাসি। শুধু অশোকনগরই নয়, আদা বিক্রেতারা গাড়ি নিয়ে পৌঁছে যাচ্ছেন কখনও নৈহাটি, কখনও বনগাঁ তো কখনও বারাসাত-সহ জেলার নানা প্রান্তে। তাই এখন এই বিক্রেতাদের কাছ থেকে এত কম দামে কাঁচা আদা কেনার হিড়িক যেন সারা ফেলে দিয়েছে।