এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের কম দামে খাতা বিক্রি করবে পশ্চিমবঙ্গ সরকার, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। যারা দরিদ্র শিক্ষার্থী তারা এই প্রকল্পের কারণে অনেকটা সুবিধা লাভ করতে পারবে বলে জানা যাচ্ছে। এই প্রকল্পের জন্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে। এই প্রকল্প চালু হলে উপকৃত হবে বাংলার অসংখ্য ছাত্রছাত্রীরা।
advertisement
আরও পড়ুন: ঘুম উড়ে গেল ইউনূসের! খালেদার বাড়িতে কে এমন গেলেন! বাংলাদেশে কি ফের পালাবদল! চাপ বাড়বে ভারতের?
জানা যাচ্ছে, রাজ্য সরকারের অধীন শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড এই খাতা ছাপাবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে এই সংস্থার আধুনিকীকরণ হয়েছে। এই প্রকল্প একবার চালু হলে পড়ুয়াদের খাতা ছাপানোর কাজ হবে এই সংস্থার অধীনেই। তার ফলে বাজার থেকে তাদের বেশি দামে আর খাতা কিনতে হবে না। এর পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাও লাভবান হবে।
সূত্র মারফত জানা যাচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিন ধরনের খাতা দেওয়া হবে শিক্ষার্থীদের। ১০০ পাতার একটি খাতার মূল্য হবে ৩৭ টাকা। বাকি দুটি খাতা ১৬০ পাতার, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা করে। সরকারের উদ্যোগে বাজারের তুলনায় অনেক কম দামে এই খাতা পাবে শিক্ষার্থীরা। এছাড়াও গুণমানের দিক থেকে একাধিক বাজার চলতি ভাল কোম্পানির খাতার মতোই একই ধাঁচে এই খাতাও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আরও জানা গিয়েছে, শিক্ষাসাথী প্রকল্পের অধীনে যে সমস্ত খাতা তৈরি হবে আপাতত মঞ্জুষা স্টল ও কনজিউমার কো-অপারেটিভ শোরুমে সেগুলি পাওয়া যাবে। বিভিন্ন সরকারি মেলাতেও এই খাতা বিক্রি হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুণমানের দিক থেকে কোনও রকম আপোস করা হবে না। এমনকি ভবিষ্যতে রেশন দোকানেও মিলতে পারে এই খাতা।
— Mainak Debnath