নন্দীগ্রামের এই জাহাজ বাড়ি নিলামে তুলবে ব্যাঙ্ক। ব্যাঙ্কের বকেয়া ঋণ না মেটানোয় শেখ সুফিয়ানের জাহাজ বাড়ি নিলামে তুলবে ব্যাঙ্ক, এমনই কথা রটেছে নন্দীগ্রাম জুড়ে। রটে গিয়েছে, কন্টাই কো-অপারেটিভ ব্যাংকে ৪৯ লক্ষ টাকা ঋণ খেলাপি রয়েছে শেখ সুফিয়ানের। দীর্ঘদিন ধরে লোন না পরিশোধ করায় বেশ কয়েকবার শেখ সুফিয়ানকে নোটিস পাঠিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাতে সাড়া না মেলায় নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জাহাজ বাড়ির দখল নিতে চাইছে কন্টাই কো-অপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ওই জাহাজ বাড়ি মর্টগেজ রাখা আছে। টাকা পরিশোধ করার জন্য নোটিস পাঠানোর যাবতীয় প্রক্রিয়া শেষ। তাতে সাড়া দেননি তৃণমূল নেতা, তাই আইনি পথে হেঁটে এবার জাহাজ বাড়ির দখল নেওয়ার প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে খবর রটে গিয়েছে সর্বত্র।
advertisement
আরও পড়ুন: SSC-র মেধাতালিকা প্রকাশে বড় বদল, সকলেই জানবে সকলের রেজাল্ট! সন্ধ্যায় প্রকাশ
এই প্রসঙ্গে শেখ সুফিয়ান বলেন, ”ব্যাঙ্ক কর্তৃপক্ষ অতিরিক্ত দু বছরের সুদ চাপিয়েছে, সেটা নিয়ে আপত্তি জানিয়েছি, ব্যাঙ্ক তার মতো করে সিদ্ধান্ত নিকস তাতে আমার কোন আপত্তি নেই। কিন্তু নিলামের বিষয়টি পুরো রটনা ছাড়া অন্য কিছু নয়।”
এদিকে জাহাজ বাড়ির নিলামের কথা রটতেই নন্দীগ্রাম জুড়ে শুরু হয়েছে গুঞ্জন। যা নিয়ে সুফিয়ান বিরোধী তৃণমূল নেতা সাহাবুদ্দিনরা যখন টিপ্পনি কাটছেন, তখন বিষয়টি নিয়ে কটাক্ষের সুর বিজেপি নেতাদের গলায়।