কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ইতিমধ্যেই গ্রেফতার শেখ শাহজাহান৷ কিন্তু, সন্দেশখালি জুড়ে এখনও বহাল রয়েছে সন্ত্রাসের ছায়া৷ শুক্রবার শাহজাহান গড়ে তল্লাশিতে গিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর বোমা উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা৷
সিবিআই সূত্রের খবর, সরবেড়িয়ায় সিবিআই অভিযানের সময় বহু অস্ত্র উদ্ধার হয়েছে। এর আগ শেখ শাহজাহানের খোঁজে গত ৫ জানুয়ারিতে প্রথম যখন ইডি গিয়েছিল, তখনই ইডির আধিকারিকদের উপরে আক্রমণের ঘটনা ঘটে। যা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি৷
advertisement
আরও পড়ুন: ২ মে মাধ্যমিকের রেজাল্ট, ক’টা থেকে কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল? রইল যাবতীয় তথ্য
সেই ঘটনায় তদন্ত করছে সিবিআই। এরই মধ্যে সন্দেশখালিতে যা যা ঘটনার অভিযোগ উঠেছে তার সমস্তটার তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই তদন্তের সময়েই উদ্ধার হল অস্ত্র।
জানা গিয়েছে, এ দিন গোপন সূত্রে গোয়েন্দারা খবর পেয়েছিলেন সন্দেশখালিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয় হাফিজুল খা-র বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র-পিস্তল-বোমা মজুত রয়েছে। তারপরেই সেখানে পৌঁছন গোয়েন্দারা। মাটি খুঁড়ে চলে তল্লাশি।
শুধু তাই নয়, এর পাশাপাশি ওই বাড়িটির থেকে কয়েক কিলোমিটার দূরে আরও একটি বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা।