তিনি আরও বলেন, 'যারা নোটবন্দি করে দেশের ক্ষতি করেছিল। যারা জিএসটি করে দেশের সর্বনাশ করেছে। তাদের খামোশ। এই উপনির্বাচনে সুযোগ এসেছে জবাব দিন।' দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, 'লেবুর দাম দেখেছেন? জ্বালানির মূল্য? মমতা বন্দোপাধ্যায় সামনে প্রতিবাদ করে এগিয়ে এসেছেন৷ অভিষেক এসেছেন। সবাইকে একসঙ্গে নিয়ে বিহারীবাবুকে এগিয়ে দিন। আমি ভারতমাতার সন্তান। নিজের ক্রেডিবিলিটি নিয়ে এসেছি। সবাইকে জবাব দিতে হবে।'
advertisement
আরও পড়ুন: কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা? শত্রুঘ্নকে হারাতে আসানসোলে আর এক বিহারী বাবু!
বর্ষীয়ান অভিনেতাবলেন, 'এই ভোটে সরকার বদলাবে না৷ এটা আসলে দম্ভ ভাঙার পণ। জবাব দিতে হবে। এ সব চলবে না, সব বন্ধ করতে হবে। সব কিছুর দাম বাড়ছে। মমতা বন্দোপাধ্যায় তলোয়ার পুরনো, কিন্তু আগের মতোই ধারালো। ফলে উনি পারবেন। আমি যদি মুম্বই থেকে দিল্লি থেকে পাটনা থেকে আসানসোল আসতে পারি। তাহলে আপনারাও পারবেন। ইমপসিবলকে, পসিবল করতে পারবেন৷'
আসাসোলের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীর গলায় নস্ট্যালজিয়া। তিনি বলেন, 'আসানসোল হল সিটি অফ ব্রাদারহুড। তাই এখানে আসতে ভাল লাগে। বাংলার ইচ্ছা আপনারা পূর্ণ করুন৷ আমি আমার জয়ের কথা বলছি না। আসলে জয় হবে মমতা বন্দোপাধ্যায়ের। কারণ উনি আমাকে পাঠিয়েছেন৷ আসল জয় হবে আসানসোলের মানুষের৷'
আবীর ঘোষাল