TRENDING:

Shatrughan Sinha Asansol Campaign|| শিল্পাঞ্চলের উন্নতিই পাখির চোখ, নির্বাচনী প্রচার থেকে সুর চড়ালেন শত্রুঘ্ন সিনহা

Last Updated:

Shatrughan Sinha Asansol Election 2022 Campaign: শিল্পাঞ্চলের উন্নতি করতে হবে, সেটাই অন্যতম লক্ষ্য, শবিবারে আসানসোলে নির্বাচনী প্রচার থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন তৃণমূল প্রার্থী তথা বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: শিল্পাঞ্চলের উন্নতি করতে হবে, সেটাই অন্যতম লক্ষ্য, শবিবারে আসানসোলে  নির্বাচনী প্রচার থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন তৃণমূল প্রার্থী তথা বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, 'কংগ্রেসের থেকে আশা করতে পারবেন না। সিপিএম ব্যর্থ। তৃণমূলই ভরসা। এই শিল্পাঞ্চলের প্রচুর উন্নতি করতে হবে।' পাশাপাশি, দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়েও সুর চড়িয়েছেন শত্রুঘ্ন সিনহা।
advertisement

তিনি আরও বলেন, 'যারা নোটবন্দি করে দেশের ক্ষতি করেছিল। যারা জিএসটি করে দেশের সর্বনাশ করেছে। তাদের খামোশ। এই উপনির্বাচনে সুযোগ এসেছে জবাব দিন।' দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, 'লেবুর দাম দেখেছেন? জ্বালানির মূল্য? মমতা বন্দোপাধ্যায় সামনে প্রতিবাদ করে এগিয়ে এসেছেন৷ অভিষেক এসেছেন। সবাইকে একসঙ্গে নিয়ে বিহারীবাবুকে এগিয়ে দিন। আমি ভারতমাতার সন্তান। নিজের ক্রেডিবিলিটি নিয়ে এসেছি। সবাইকে জবাব দিতে হবে।'

advertisement

আরও পড়ুন: কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা? শত্রুঘ্নকে হারাতে আসানসোলে আর এক বিহারী বাবু!

বর্ষীয়ান অভিনেতাবলেন, 'এই ভোটে সরকার বদলাবে না৷ এটা আসলে দম্ভ ভাঙার পণ। জবাব দিতে হবে। এ সব চলবে না, সব বন্ধ করতে হবে। সব কিছুর দাম বাড়ছে। মমতা বন্দোপাধ্যায় তলোয়ার পুরনো, কিন্তু আগের মতোই ধারালো। ফলে উনি পারবেন। আমি যদি মুম্বই থেকে দিল্লি থেকে পাটনা থেকে আসানসোল আসতে পারি। তাহলে আপনারাও পারবেন। ইমপসিবলকে, পসিবল করতে পারবেন৷'

advertisement

আসাসোলের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীর গলায় নস্ট্যালজিয়া। তিনি বলেন, 'আসানসোল হল সিটি অফ ব্রাদারহুড। তাই এখানে আসতে ভাল লাগে। বাংলার ইচ্ছা আপনারা পূর্ণ করুন৷ আমি আমার জয়ের কথা বলছি না। আসলে জয় হবে মমতা বন্দোপাধ্যায়ের। কারণ উনি আমাকে পাঠিয়েছেন৷ আসল জয় হবে আসানসোলের মানুষের৷'

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

আবীর ঘোষাল 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shatrughan Sinha Asansol Campaign|| শিল্পাঞ্চলের উন্নতিই পাখির চোখ, নির্বাচনী প্রচার থেকে সুর চড়ালেন শত্রুঘ্ন সিনহা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল