Ravi Shankar Prasad campaigns against Shatrughan Sinha: কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা? শত্রুঘ্নকে হারাতে আসানসোলে আর এক বিহারী বাবু!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিজেপি-র টিকিটে পর পর দু' বার পটনা সাহিব কেন্দ্র থেকে জয়ী হন শত্রুঘ্ন সিনহা৷ কিন্তু গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ার পর ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে ওই কেন্দ্র থেকে লড়েন তিনি৷
#আসানসোল: কাঁটা দিয়ে আসানসোলে কাঁটা তোলার চেষ্টা বিজেপি-র৷ গত লোকসভা নির্বাচনে যাঁর কাছে বিপুল ব্যবধানে হারতে হয়েছিল শত্রুঘ্ন সিনহাকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সেই রবিশঙ্কর প্রসাদ এবার আসানসোলে অগ্নিমিত্রা পালের সমর্থনে মাঠে নামলেন৷ এ দিনই তৃণমূল প্রার্থীর সমর্থনে আসানসোলে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার আগে বিহারী বাবু শত্রুঘ্নকে চাপে ফেলতে আর এক বিহারী বাবু রবিশঙ্কর প্রসাদকে মাঠে নামালো গেরুয়া ব্রিগেড৷
বিজেপি-র টিকিটে পর পর দু' বার পটনা সাহিব কেন্দ্র থেকে জয়ী হন শত্রুঘ্ন সিনহা৷ কিন্তু গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ার পর ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে ওই কেন্দ্র থেকে লড়েন তিনি৷ শত্রুঘ্নর বিপক্ষে রবিশঙ্কর প্রসাদকে প্রার্থী করে বিজেপি৷ ফল বেরোতে দেখা যায়, প্রায় তিন লক্ষ ভোটে রবিশঙ্করের কাছে পরাজিত হয়েছেন শত্রুঘ্ন সিনহা৷
advertisement
advertisement
সেই শত্রুঘ্নকেই এবারে আসানসোলে প্রার্থী করেছে তৃণমূল৷ এ দিন আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে এসে শত্রুঘ্নকে তীব্র কটাক্ষ করেন রবিশঙ্কর প্রসাদ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'শত্রুঘ্ন সিনহা তিন বার দল বদলেছেন৷ কত দিন তিনি থাকবেন তৃণমূলে? উনি তো আমার কাছেই হেরেছেন।' একই সঙ্গে তাঁর দাবি, আসানসোল বিজেপি-র দখলেই ছিল, বিজেপি-রই থাকবে৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, 'অগ্নিমিত্রা আসানসোলের মেয়ে, ওকে সবাই সমর্থন করবে৷'
advertisement
তবে আসানসোলের প্রাক্তন সাংসদ ও নিজের প্রাক্তন সতীর্থ বাবুল সুপ্রিয়র সম্পর্কে বিশেষ কিছু বলতে চাননি রবিশঙ্কর প্রসাদ৷ পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধিকেও সাময়িক সমস্যা বলেই দাবি করেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2022 2:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ravi Shankar Prasad campaigns against Shatrughan Sinha: কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা? শত্রুঘ্নকে হারাতে আসানসোলে আর এক বিহারী বাবু!