Ravi Shankar Prasad campaigns against Shatrughan Sinha: কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা? শত্রুঘ্নকে হারাতে আসানসোলে আর এক বিহারী বাবু!

Last Updated:

বিজেপি-র টিকিটে পর পর দু' বার পটনা সাহিব কেন্দ্র থেকে জয়ী হন শত্রুঘ্ন সিনহা৷ কিন্তু গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ার পর ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে ওই কেন্দ্র থেকে লড়েন তিনি৷

শত্রুঘ্নর বিরুদ্ধে কাকে মাঠে নামালো বিজেপি?
শত্রুঘ্নর বিরুদ্ধে কাকে মাঠে নামালো বিজেপি?
#আসানসোল: কাঁটা দিয়ে আসানসোলে কাঁটা তোলার চেষ্টা বিজেপি-র৷ গত লোকসভা নির্বাচনে যাঁর কাছে বিপুল ব্যবধানে হারতে হয়েছিল শত্রুঘ্ন সিনহাকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সেই রবিশঙ্কর প্রসাদ এবার আসানসোলে অগ্নিমিত্রা পালের সমর্থনে মাঠে নামলেন৷ এ দিনই তৃণমূল প্রার্থীর সমর্থনে আসানসোলে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার আগে বিহারী বাবু শত্রুঘ্নকে চাপে ফেলতে আর এক বিহারী বাবু রবিশঙ্কর প্রসাদকে মাঠে নামালো গেরুয়া ব্রিগেড৷
বিজেপি-র টিকিটে পর পর দু' বার পটনা সাহিব কেন্দ্র থেকে জয়ী হন শত্রুঘ্ন সিনহা৷ কিন্তু গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ার পর ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে ওই কেন্দ্র থেকে লড়েন তিনি৷ শত্রুঘ্নর বিপক্ষে রবিশঙ্কর প্রসাদকে প্রার্থী করে বিজেপি৷ ফল বেরোতে দেখা যায়, প্রায় তিন লক্ষ ভোটে রবিশঙ্করের কাছে পরাজিত হয়েছেন শত্রুঘ্ন সিনহা৷
advertisement
advertisement
সেই শত্রুঘ্নকেই এবারে আসানসোলে প্রার্থী করেছে তৃণমূল৷ এ দিন আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে এসে শত্রুঘ্নকে তীব্র কটাক্ষ করেন রবিশঙ্কর প্রসাদ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'শত্রুঘ্ন সিনহা তিন বার দল বদলেছেন৷ কত দিন তিনি থাকবেন তৃণমূলে? উনি তো আমার কাছেই হেরেছেন।' একই সঙ্গে তাঁর দাবি, আসানসোল বিজেপি-র দখলেই ছিল, বিজেপি-রই থাকবে৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, 'অগ্নিমিত্রা আসানসোলের মেয়ে, ওকে সবাই সমর্থন করবে৷'
advertisement
তবে আসানসোলের প্রাক্তন সাংসদ ও নিজের প্রাক্তন সতীর্থ বাবুল সুপ্রিয়র সম্পর্কে বিশেষ কিছু বলতে চাননি রবিশঙ্কর প্রসাদ৷ পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধিকেও সাময়িক সমস্যা বলেই দাবি করেন তিনি৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ravi Shankar Prasad campaigns against Shatrughan Sinha: কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা? শত্রুঘ্নকে হারাতে আসানসোলে আর এক বিহারী বাবু!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement