আসানসোল লোকসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর বুধবার সন্ধ্যায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের একটি সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, ''এখানে যা পেলাম আমি, মানুষের আশীর্বাদে পুনর্জন্ম হল আমার।'' দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা ফুটবল মাঠে বুধবার বিকালে অনুষ্ঠিত হয় ইফতার পার্টি। সন্ধ্যায় অনুষ্ঠান ছিল সম্বর্ধনার। সেখানে সম্মান জানানো হয় আসানসোল লোকসভা উপনির্বাচনের জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে।
advertisement
আরও পড়ুন: 'মনে কষ্ট নিয়ে ঘরে বসে আছেন', বিস্ফোরক দিলীপ ঘোষ! কোন প্রসঙ্গে বললেন এমন কথা?
এছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল সভাপতি সুজিত মুখোপাধ্যায় সহ বহু তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শত্রুঘন সিনহা বলেন, ''বাংলায় আমার পরিবার আছে। আমি বিহার, হরিয়ানা, উত্তর প্রদেশ, পঞ্জাব সহ আরও একাধিক জায়গায় কাজ করেছি। কিন্তু সব থেকে আলাদা এই বাংলা। আমি চারবার সাংসদ হয়েছি, আসানসোলে জয়ের পর পাঁচবার হতে চলেছি।''
আরও পড়ুন: অ্যাক্রোপলিস মলের সামনে থেকে ব্যবসায়ীকে অপহরণ! রাতেই পুলিশের রুদ্ধশ্বাস অপারেশন, তারপর...
তাঁর সংযোজন, ''যতবারই সাংসদ হয়েছি মানুষের সেবার জন্য হয়েছি। মানুষের পাশে থেকে কাজ করেছি, কোনও দিন উপার্জন করিনি। আমার চরিত্রে কোনও দাগ নেই।'' সার্বিকভাবে আসানসোলের মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিকে, আসানসোলের ফলের পরই টুইট করে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি রাজ্যের বিভিন্ন প্রকল্পের লাভ পেয়েছে রাজ্যবাসী তাই তৃণমূলকে ভোট দিয়েছে বলে দাবি করেছিলেন। এই প্রসঙ্গে আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, ''আমি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ধন্যবাদ জানাই। আমি কোন বিজেপি নেতা নেত্রীর নাম না করে রাজ্যের বিভিন্ন প্রকল্পকে মানুষের কাছে তুলে ধরেছি। তাই মানুষ দুহাত তুলে তৃণমূলকে ভোট দিয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই।''