বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএ-এর বিপুল জয় ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির উত্তাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে৷ কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতারা দাবি করেছেন, বিহারে বিপুল জয়ের পর এবার বিজেপি-র পরবর্তী লক্ষ্য বাংলা৷ যদিও বিজেপি নেতাদের বাংলা দখলের দাবিকে আমল দিতেই নারাজ তৃণমূল নেতৃত্ব৷
এই পরিস্থিতিতে সব জেনেশুনেও আসানসোলের তৃণমূল সাংসদ কেন হঠাৎ বিজেপি-র শরিক নীতীশ কুমারের ভূয়সী প্রশংসা করে সমাজমাধ্যমে পোস্ট করতে গেলেন, তা নিয়েই রাজনৈতিক মহলে তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে৷ তাৎপর্যপূর্ণ ভাবে এক্স হ্যান্ডেলে করা ওই পোস্টে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের দল তৃণমূল, আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল, রাজ্যের মন্ত্রী এবং আসানসোলের তৃণমূল নেতা মলয় ঘটক, কংগ্রেসের শশী থারুর সহ অনেককেই ট্যাগও করেছেন শত্রুঘ্ন সিনহা৷
এক্স হ্যান্ডেলে আসানসোলের তৃণমূল সাংসদ লিখেছেন, ‘নিজেদের জন্য যোগ্য সরকারকে বেছে নেওয়ার জন্য বিহারের মানুষকে অভিনন্দন৷ বিহারের মানুষ সবথেকে ভদ্রলোক, প্রশংসিত, সবথেকে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রীর পদে থাকা বিশ্বস্ত, পরীক্ষিত এবং সফল রাজনীতিবিদ নীতীশ কুমারকে বেছে নিয়েছেন৷ এটা স্পষ্ট যে উনি মানুষের প্রত্যাশা পূরণে সফল হয়েছেন৷ নীতীশ কুমারকে ঘিরে থাকা প্রত্যেক মানুষ, দলকে আমি কুর্ণিশ জানাই৷ ঈশ্বর সবার মঙ্গল করুন৷ জয় বিহার, জয় হিন্দ৷’ এই পোস্টের সঙ্গেই নীতীশ কুমারের সঙ্গে তাঁর পুরনো কয়েকটি ছবিও পোস্ট করেছেন শত্রুঘ্ন৷ তবে এই পোস্টে নীতীশ কুমারকে ট্যাগ করতে গিয়ে ভুল করেই নীতেশ কুমার নামে কাউকে ট্যাগ করে ফেলেছেন আসানসোলের তৃণমূল সাংসদ৷
তৃণমূল সূত্রে খবর, আসানসোলের তারকা সাংসদের করা এই পোস্ট দলীয় নেতৃত্বেরও নজরে এসেছে৷ কেন তিনি বিজেপি-র শরিক দলের নেতার এমন প্রশংসা করে দলের অস্বস্তি বাডা়লেন, আসানসোলের তৃণমূল সাংসদের কাছ থেকে তা জানতে চাইবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এ বিষয়ে অবগত৷ দলীয় নেতৃত্বকে আসানসোলের সাংসদ কী জবাব দেন, সেটাই দেখার৷
