প্রসঙ্গত কয়েকদিন আগেই ব্রিগেডের সভা থেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বছরের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেখানে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী হন সাংসদ শতাব্দী রায়, এবং বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল। আর প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই একদিকে যখন দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে ঠিক অন্য জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন তীর্থক্ষেত্র পুজো দিয়ে জয় নিশ্চিত করতে চাইছেন তৃণমূলের প্রার্থীরা। সেই মতই আজ বীরভূমের তারাপীঠের মা তারা মন্দিরে পূজো দিলেন সাংসদ শতাব্দী রায়।
advertisement
প্রথমে তিনি মা তারা মন্দিরে পুজো দেওয়ার পর সেখান থেকে ফুলিরডাঙ্গা মাজার শরীফ গিয়ে চাদর চাপান। বীরভূমে প্রার্থী তথা অভিনেত্রীকে দেখার জন্য সাধারণ মানুষের ঢল ছিল একদম চোখে পড়ার মতো। সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় এলাকার মহিলাদের সঙ্গে হাত মেলানোর পাশাপাশি নিজস্বী তোলেন।
এ ছাড়াও ২০২৪ সালের এই লোকসভা নির্বাচন অনুব্রতহীন বীরভূমে প্রথম লোকসভা নির্বাচন। অনুব্রত হীন বীরভূমে এই লোকসভা নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ এ বিষয়ে শতাব্দী রায় জানান, “অনুব্রত বীরভূমে নেই, তবে তাঁর সংগঠনের লোকজন এখনও রয়েছে ফলে চিন্তার কোনও কারণ নেই।”
সৌভিক রায়