TRENDING:

Durga Puja 2024: বিখ্যাত তাঁতের শাড়ি সবার কাছে পৌঁছে দিতে উদ্বোধন হল তাঁত বস্ত্র শিল্প মেলা

Last Updated:

Durga Puja 2024: ফুলিয়ার বিখ্যাত হাতে বোনা অর্থাৎ হ্যান্ডলুম শাড়ি কিনতে কমবেশি সকলেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই সময় আসেন শান্তিপুর অথবা ফুলিয়াতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: পুজোর মরশুমে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বিখ্যাত তাঁতের শাড়ি রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে মেলার আয়োজন জেলা প্রশাসনের। পুজো মরশুমে বাংলার হস্ত চালিত তাঁত শিল্পকে আরও বাজারমুখী করতে এক নতুন উদ্যোগ নদিয়া জেলা প্রশাসনের। দিন কয়েক আগে নদিয়ার জেলা সদর কৃষ্ণনগরে ঘটা করে উদ্বোধন হয় তাঁত বস্ত্র শিল্প মেলা। সেই মেলাতে তাঁত শিল্পীরা অনেক বেশি মুনাফা করায় দ্বিতীয়বারের জন্য নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার বেথুয়া ডহরি দেশবন্ধু স্মৃতি পাঠাগারের মাঠে মেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন নদিয়ার জেলা শাসক হারুন রশিদ ,সভাধিপতি তারান্নুর মীর ,বিধায়ক নাসির উদ্দিন আহমেদ, তাপস সাহা , বিমলেন্দু সিংহ রায় সহ একাধিক জেলা নেতৃত্ব।
advertisement

আরও পড়ুন:  সামনে পুজো! সাংস্কৃতিক পোশাক তৈরির ব‍্যস্ততা রাভা তাঁতিদের

উল্লেখ্য, হাতেগোনা দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। দুর্গাপূজার সময় ক্রেতা থেকে বিক্রেতা সকলেই থাকে খুশি তার কারণ মধ্যবিত্ত বাঙালীরা বছরে আর কোনদিন নতুন জামা কাপড় কেনাকাটা করুক বা না করুক, পুজোর মাসে প্রত্যেকেই কম বেশি জামাকাপড় কিনে থাকেন। আর সেই কারণেই ফুলিয়ার বিখ্যাত শাড়ির চাহিদা পুজোর মাসে থাকে তুঙ্গে। ফুলিয়ার বিখ্যাত হাতে বোনা অর্থাৎ হ্যান্ডলুম শাড়ি কিনতে কমবেশি সকলেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই সময় আসেন শান্তিপুর অথবা ফুলিয়াতে। তবে অনেকেই সময়ের অভাবে আসতে পারেন না আর সেই কারণেই নদিয়ার বিখ্যাত তাঁতের শাড়ির এই মেলার আয়োজন করা হল প্রশাসনের পক্ষ থেকে।

advertisement

এই মেলাতে পাওয়া যাচ্ছে ফুলিয়ার হাতে বোনা তাঁতের শাড়ির পাশাপাশি বিভিন্ন জায়গার বিখ্যাত সমস্ত শাড়ি অতি ন্যায্য মূল্যে। যা দেখতে এবং কিনতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: বিখ্যাত তাঁতের শাড়ি সবার কাছে পৌঁছে দিতে উদ্বোধন হল তাঁত বস্ত্র শিল্প মেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল