TRENDING:

Shantiniketan Destination: নগরপারে রূপনগর! শান্তিনিকেতনে খোয়াই সোনাঝুরি তো অনেক দেখলেন, এ বার চলুন মনভোলানো এই গ্রামেও

Last Updated:

Shantiniketan Destination: বোলপুর থেকে কয়েক কিলোমিটার দূরে গেলেই পেয়ে যাবেন এমন একটি গ্রাম যে গ্রামে গেলে দেখতে পাবেন বেশ কয়েকটি ভিন্ন রাজ্যের দর্শন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৌভিক রায়, বীরভূম: সামনেই শীতের ছুটি। আবহাওয়া দফতর সূত্রে খবর নভেম্বর মাসের ২৫ তারিখ থেকেই জাঁকিয়ে শীত পড়বে বঙ্গ জুড়ে। আর শীতের ছুটি মানেই হাতে এক দুদিন সময় পেলে ভ্রমণপিপাসু বাঙালি ছুটে আসেন বীরভূমে।বীরভূমের পাঁচটি সতিপীঠ দর্শনের পাশাপাশি তারাপীঠ সিদ্ধপীঠ দর্শন এবং তারপরেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য ছুটে আসেন পর্যটকরা। বোলপুর শান্তিনিকেতনে প্রায় ১২ টি দেখার মত জায়গা রয়েছে এর পাশাপাশি রয়েছে বোলপুর সোনাঝুরিহাট।
advertisement

এই সমস্ত জায়গাগুলিঅনেক বার ঘুরেছেন তবে কোনওদিন ঘুরে দেখেছেন বোলপুরের মধ্যে এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামে গেলেই এক ছাদের তলায় উত্তর-পূর্ব ভারতের জীবনযাত্রা দেখতে পাবেন? এই শান্তিনিকেতনে অনেক জায়গাই রয়েছে দেখার। খোয়াইয়ের হাট থেকে শুরু করে গোয়ালপাড়া, আমার কুটির একাধিক জায়গা রয়েছে সেখানে। কিন্তু অনেকেই এই সৃজনী গ্রামের কথা জানেন না। শান্তিনিকেতন থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে সেই গ্রাম। সেখানে এক চাদের তলায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জীবনযাত্রা দেখা যাবে অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে এই এলাকাটি।

advertisement

আরও পড়ুন : গাছের গোড়ায় সামান্য পড়ুক এই জিনিস! মাথায় দিন এটা! বাগান আলো করে ফুটবে মুঠো মুঠো চন্দ্রমল্লিকা

বোলপুর স্টেশন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গেলেই আপনি পৌঁছে যাবেন এই গ্রামে এবং এই গ্রামে পৌঁছানোর পর সামান্য কিছু টাকার টিকিট কেটে আপনি এই গ্রামের বিভিন্ন জায়গা দর্শন করতে পারবেন। উত্তর-পূর্ব ভারতের একাধিক শিল্পীর তৈরি সৃষ্টি রয়েছে এই সৃজনী গ্রামে। এখানে রাঢ়বঙ্গের মানুষের উৎসব, লোক সংস্কৃতি থেকে শুরু করে আদিবাসী সাঁওতালিদের উৎসব তাঁদের জীবন যাত্রা দেখানো হয়েছে। এমনকী উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গার মানুষের জীবন যাত্রা দেখানো হয়েেছ বিভিন্ন শিল্পের মাধ্যমে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত কয়েক বছর থেকে বোলপুর শান্তিনিকেতনের জনপ্রিয়তম জায়গা হয়ে উঠেছে খোয়াইয়ের হাট। খোয়াইয়ের এই হাটে পর্যটকরা সবথেকে বেশি ভিড় করে থাকে। সোশ্যাল মিডিয়ায় জুড়ে খোয়াইয়ের হাটের জনপ্রিয়তা তুঙ্গে। খুব কমলোকই তাই সৃজনী গ্রামে যান। এই সৃজনী গ্রামেও শিল্পীদের তৈরি সামগ্রী সব বিক্রি হয়। ইচ্ছে করলে সেখানে গিয়ে কেনাকাটাও কিনে নিতে পারেন। তাই আর দেরি না করে বেড়িয়ে আসুন শান্তিনিকেতনের এই অফবিট গ্রামে। এ গ্রাম হতে পারে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shantiniketan Destination: নগরপারে রূপনগর! শান্তিনিকেতনে খোয়াই সোনাঝুরি তো অনেক দেখলেন, এ বার চলুন মনভোলানো এই গ্রামেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল