অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: উওর ২৪ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে রবিবার আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সন্মেলনের আয়োজন করেছে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহসংঘ। শান্তনু ঠাকুরের দাবি, মতুয়া সমাজের মধ্যে বিবাহ সহ নানা সামাজিক অনুষ্ঠান গোঁসাইরা কোন পদ্ধতিতে পরিচালনা করবেন, সেটা এই সম্মেলন থেকে বার্তা দেওয়া হবে।
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী জানান, সম্মেলন থেকে সিএএ এবং এসআইআর নিয়ে বার্তা দেওয়া হবে মতুয়াদের। এসআইআর হলে মতুয়াদের বেশিরভাগ ভোট কাটা যাবে, এমন অভিযোগের প্রেক্ষিতে শান্তনু বলেন, এসআইআর হলে ভূতুড়ে ভোটার ও রোহিঙ্গাদের ভোট কাটা যাবে। মতুয়াদের ভোট কাটা গেলে আমরা সিএএ-এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে ভোটার লিস্টে নাম তুলে দেব। এদিন ফের শান্তনু দাবি করেন, এসআইআর হলে ১ কোটি ভোট কাটা যাবে।
শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উদ্যোগে আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে । আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলন উপলক্ষ্যে প্রচুর মতুয়া ভক্ত গোঁসাইদের ভিড় ঠাকুরবাড়িতে। বাংলাদেশ থেকেও গোঁসাইরা অংশগ্রহণ করেছেন এই সম্মেলনে।
