Kunal Ghosh-Mithun Chakraborty: মুখোমুখি দেখা হবে মিঠুন চক্রবর্তী-কুণাল ঘোষের? হঠাৎ কী এমন হল! ভোটের আগেই তোলপাড় রাজ্য রাজনীতি

Last Updated:

Kunal Ghosh-Mithun Chakraborty: 'প্রজাপতি-২' সিনেমার ডাবিংয়ে দুপুর ১২'টায় হাজির হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আবার ওই একই স্থানে অরিন্দম শীল পরিচালিত 'কর্পূর' সিনেমার ডাবিংয়ে হাজির হয়েছেন কুণাল ঘোষ।

আজ কি মুখোমুখি দেখা?
আজ কি মুখোমুখি দেখা?
কলকাতা: সম্প্রতি রাজনৈতিক চাপানউতোরে বারবার জড়িয়েছেন মিঠুন চক্রবর্তী ও কুণাল ঘোষ। একে অপরের রাজনৈতিক অবস্থান নিয়ে বারবার নানা প্রশ্ন তুলেছেন। এই আবহের মাঝেই রবিবার দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে একই সময়ে হাজির হয়েছেন দুই জন নেতা-অভিনেতা।
সূত্রের খবর, দক্ষিণ কলকাতার সার্দান অ্যাভিনিউতে একটা ডাবিং স্টুডিও আছে। সেখানে আজ প্রজাপতি-২ সিনেমার ডাবিংয়ে দুপুর ১২’টায় হাজির হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আবার ওই একই স্থানে অরিন্দম শীল পরিচালিত কর্পূর সিনেমার ডাবিংয়ে হাজির হয়েছেন কুণাল ঘোষ। জানা যাচ্ছে, ওই স্টুডিওতে দুই ফ্লোরে দুটো ডাবিং রুম আছে। কিন্তু শিল্পী বা বাকি কলাকুশলীদের বসার জন্যে আছে একটা কমন লাউঞ্জ। ফলে সেখানেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে মিঠুন-কুণালের।
advertisement
advertisement
এমন অবস্থায় দুই রাজনৈতিক দলের নেতার বক্তব্য আর পাল্টা বক্তব্য নিয়ে গত কয়েক মাস ধরে চূড়ান্ত চাপানউতোর চলছে। এই অবস্থায় তাদের মুখোমুখি হলে কী অবস্থা হবে, তা ভেবে অনেকেই নানা ধরনের কল্পনা করছেন। ইতিমধ্যেই এই একই সময়ে কাকতালীয় ভাবে দুইজনের ডাবিং পড়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে পরিচালক ও প্রযোজকদের। জানিয়েছে স্টুডিও কর্তৃপক্ষ। সূত্রের খবর আলাদা বসার ব্যবস্থাও করা হচ্ছে।
advertisement
অভিনেতা কুণাল ঘোষ অবশ্য বলছেন, অভিনেতা মিঠুন চক্রবর্তী অনেক বড়। আমি নেতা দলবদলু মিঠুন চক্রবর্তীর সিদ্ধান্তের বিরোধী। আর এটা একটা প্রফেশনাল জগত। আমি আমার কাজ করতে স্টুডিওতে এসেছি। আমার শিডিউল বদলানোর প্রসঙ্গ ওঠেই না। এই ব্যাপারে এখনও অবধি মিঠুন চক্রবর্তীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে জোর চর্চা চলছে রবিবাসরীয় দুপুরে কি মুখোমুখি হবেন মিঠুন-কুণাল? স্টুডিওর পরিসর এতটাই ছোট যে কোনও মুহূর্তে দেখা হয়ে যেতে পারে দুই প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh-Mithun Chakraborty: মুখোমুখি দেখা হবে মিঠুন চক্রবর্তী-কুণাল ঘোষের? হঠাৎ কী এমন হল! ভোটের আগেই তোলপাড় রাজ্য রাজনীতি
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement