সম্মেলনের মঞ্চ থেকে শান্তনু ঠাকুর জানান, মতুয়া সমাজের মধ্যে বিবাহসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কীভাবে পরিচালিত হবে, সেই বিষয়ে গোঁসাইদের নির্দেশিকা দেওয়াই সম্মেলনের মূল উদ্দেশ। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও জাতীয় নাগরিকপঞ্জি (NRC) নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয় মতুয়া ভক্তদের জন্য।
advertisement
তৃণমূল কংগ্রেসের দাবি, এনআরসি হলে মতুয়াদের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। সেই প্রসঙ্গে শান্তনু ঠাকুরের জবাব, এসআইআর (NRC) হলে ভূতুড়ে ভোটার ও রোহিঙ্গাদের নামই বাদ যাবে, মতুয়াদের নয়। তাঁর আরও বক্তব্য, যদি মতুয়াদের কারও নাম বাদও যায়, তাহলে সিএএ-এর মাধ্যমে তাঁদের নাগরিকত্ব প্রদান করে ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করা হবে।
তার দাবি, প্রায় এক কোটি ভূতুড়ে ভোটারের কাটা যেতে পারে নাম। সম্মেলন উপলক্ষ্যে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এদিন ছিল ভক্ত ও গোঁসাইদের উপচে পড়া ভিড়। বাংলাদেশ থেকেও একাধিক গোঁসাই উপস্থিত ছিলেন। তবে সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এ হেন বক্তব্যের পর এখন রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।
—- Rudra Narayan Roy





