TRENDING:

Shantanu Thakur: এসআইআর ও এনআরসি নিয়ে মতুয়া আন্তর্জাতিক সম্মেলনে বড় বার্তা শান্তনু ঠাকুরের

Last Updated:

Shantanu Thakur: দেশজুড়ে ও প্রতিবেশী বাংলাদেশ থেকে বহু মতুয়া গোঁসাই ও ভক্ত এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ণ রায়: মতুয়া ভক্তদের জন্য নাগরিকত্ব ও এসআইআর নিয়ে বড় বার্তা দিলেন মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশজুড়ে ও প্রতিবেশী বাংলাদেশ থেকে বহু মতুয়া গোঁসাই ও ভক্ত এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
advertisement

সম্মেলনের মঞ্চ থেকে শান্তনু ঠাকুর জানান, মতুয়া সমাজের মধ্যে বিবাহসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কীভাবে পরিচালিত হবে, সেই বিষয়ে গোঁসাইদের নির্দেশিকা দেওয়াই সম্মেলনের মূল উদ্দেশ। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও জাতীয় নাগরিকপঞ্জি (NRC) নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয় মতুয়া ভক্তদের জন্য।

আরও পড়ুন: আধার কার্ড থাকলেই কি নাম থাকবে এসআইআর-এ? কী ভূমিকা আধারের? সুপ্রিম কোর্টের নির্দেশ কী বলছে জানেন তো!

advertisement

তৃণমূল কংগ্রেসের দাবি, এনআরসি হলে মতুয়াদের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। সেই প্রসঙ্গে শান্তনু ঠাকুরের জবাব, এসআইআর (NRC) হলে ভূতুড়ে ভোটার ও রোহিঙ্গাদের নামই বাদ যাবে, মতুয়াদের নয়। তাঁর আরও বক্তব্য, যদি মতুয়াদের কারও নাম বাদও যায়, তাহলে সিএএ-এর মাধ্যমে তাঁদের নাগরিকত্ব প্রদান করে ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করা হবে।

advertisement

তার দাবি, প্রায় এক কোটি ভূতুড়ে ভোটারের কাটা যেতে পারে নাম। সম্মেলন উপলক্ষ্যে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এদিন ছিল ভক্ত ও গোঁসাইদের উপচে পড়া ভিড়। বাংলাদেশ থেকেও একাধিক গোঁসাই উপস্থিত ছিলেন। তবে সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এ হেন বক্তব্যের পর এখন রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানেও থাকবে না দূষণের ঝক্কি, ফিল্টার করে ধোঁয়া নিষ্কাশন! হচ্ছে পরিবেশবান্ধব চুল্লি
আরও দেখুন

—- Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shantanu Thakur: এসআইআর ও এনআরসি নিয়ে মতুয়া আন্তর্জাতিক সম্মেলনে বড় বার্তা শান্তনু ঠাকুরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল