উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও বিধায়ক সুব্রত ঠাকুরের বাড়ির পিছনে ঝোপঝাড়ে হঠাৎ করে ধোঁয়া দেখতে পেয়ে ছুটে যায় শান্তনুন ঠাকুরের বাড়িতে দায়িত্বে থাকা cisf-এর জাওয়ানরা। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঠাকুরবাড়িতে।
আরও পড়ুন: ডলারের থেকেও শক্তিশালী, টাকার দাম নামমাত্র! বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা কোন দেশের জানেন?
advertisement
এই বিষয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের আত্ম সহায়ক তন্ময় বিশ্বাস জানিয়েছেন, ”মতুয়া মহাসংঘের বৈঠক চলাকালীন আমরা শুনতে পারি বাড়ির পিছনে আগুন লেগেছে। সিআইএসএফ জওয়ানরা এসে নিয়ন্ত্রণে এনেছে।” তিনি জানিয়েছেন, যেহেতু ভোট ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী হিসেবে শান্তনু ঠাকুরের নাম ঘোষণা করা হয়েছে, তাই চক্রান্তের গন্ধ মিলছে।