TRENDING:

মাঠ তো নয়, যেন সাফল্যের কারখানা! শালবনিতে অনুশীলন করে মিলেছে নাম-যশ, স্বপ্ন নিয়ে প্রতিদিন আসে শয়ে শয়ে পড়ুয়া

Last Updated:

Football Practice : নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গনে খেলাধুলোই দিশা দেখাচ্ছে কচিকাঁচাদের। এই জায়গা জঙ্গলমহল যুবসমাজের অন্যতম ভরসাস্থল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শালবনী, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান : নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গনে খেলাধুলোই দিশা দেখাচ্ছে কচিকাঁচাদের। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী এলাকায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গন আজ জঙ্গলমহল এলাকার কচিকাঁচা ও যুবসমাজের অন্যতম ভরসাস্থল। এখানকার এই মাঠে প্রতিদিনই ভিড় জমায় শত শত ছাত্রছাত্রী। তাদের একটাই লক্ষ্য, নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষতা বাড়িয়ে রাজ্যস্তরে কিংবা জাতীয় স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করা।
advertisement

২০১১ সালে প্রথম আয়োজন করা হয় শালবনি জাগরণ জঙ্গলমহল কাপ। সেই আয়োজন থেকেই শুরু হয় ছাত্রছাত্রীদের নিয়মিত ফুটবল প্রশিক্ষণ। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে সাফল্যের ইতিহাস। ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে শালবনির মহিলা ফুটবল দল রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হয়ে নতুন দিগন্ত উন্মোচন করে ২০২২ সালে শালবনি একাডেমির প্রতিভাবান কিছু মহিলা ও যুবক খেলোয়াড় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চাকরির সুযোগ পান।

advertisement

আরও পড়ুন : রান্নাঘর অতীত, এবার জার্সি পড়ে মাঠ কাঁপিয়ে দিচ্ছে সুন্দরবনের মেয়েরা! ফুটবলে চমকে দেওয়া সাফল্য

যা এই এলাকার আরও অনেক খেলোয়াড়কে উৎসাহিত করেছে। বর্তমানে এই ক্রীড়াঙ্গনে অনুশীলন করে বেঙ্গল টিমে খেলছে বহু ছাত্রছাত্রী। শুধু তাই নয়, প্রতিনিয়ত ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতা ও লিগে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার নজিরও গড়ছে এই মাঠের খেলোয়াড়রা। প্রতিদিন সকাল-বিকেল মিলিয়ে প্রায় ২০০ জন ছাত্রছাত্রী অনুশীলন করতে আসে এই মাঠে। এর মধ্যে ১৭ বছরের নিচে প্রায় ১০০ জন পড়ুয়া নিয়মিত প্র্যাকটিসে অংশ নেয়। খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে চায় তারা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কার্তিকের ভোরে 'টহল' দিতে আজও পাড়ায় পাড়ায় ঘোরেন মহাদেব, সঙ্গী কৃষ্ণনাম
আরও দেখুন

অনুশীলনের মধ্যেই তারা শিখছে শৃঙ্খলা, ধৈর্য, মনোযোগ এবং দলগত মানসিকতা। যা ফুটবলকে শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং জীবনের পথও দেখাচ্ছে। যেখানে বর্তমান প্রজন্মের বহু তরুণ-তরুণী মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে, সেখানে জঙ্গলমহল এলাকার শালবনির এই ক্রীড়াঙ্গন এখনও খেলাধুলার প্রতি টান ধরে রাখতে সক্ষম হয়েছে। ফুটবল কোচ এবং এলাকার মানুষজনের মতে, এখানকার শিশু-কিশোরদের উচ্ছ্বাস, পরিশ্রম এবং নিষ্ঠাই প্রমাণ করে, খেলাধুলার শক্তি আজও জঙ্গলমহলের মানুষের মনে অনুরণিত। নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গন তাই শুধু একটি মাঠ নয়, বহু পরিবারের স্বপ্ন, আশা এবং ভবিষ্যতের আলো হয়ে উঠেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাঠ তো নয়, যেন সাফল্যের কারখানা! শালবনিতে অনুশীলন করে মিলেছে নাম-যশ, স্বপ্ন নিয়ে প্রতিদিন আসে শয়ে শয়ে পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল