তাদের সেই প্রতিবাদ মিছিল ভয়াবহ রূপ নেয়। ইট, পাথর দিয়ে বিশ্ববিদ্যালয়ের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে তারা। এর পর উপাচার্যের কার্যালয়ের গেট আটকে তার সামনে অবস্থান বিক্ষোভ চলে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ি চত্বর।
আরও পড়ুন- কম পুঁজির বিনিময়ে বিপুল লাভ ও উপার্জন, বেকার যুবক যুবতীদের আশার আলো এখানেই
advertisement
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন বর্ধমান রাজবাটিতে। এস এফ আইয়ের কর্মী সমর্থকদের আটকাতে সেই প্রশাসনিক ভবনের মূল দরজা তালা বন্ধ করে রাখা হয়েছিল।
বর্ধমানের বাদামতলা থেকে শুরু হয় এসএফআইয়ের মিছিল। কার্জন গেট, বি সি রোড হয়ে সেই মিছিল বেলা বারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে গিয়ে পৌঁছয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের গেটের তালা খোলার দাবিতে সোচ্চার হয়ে ওঠে এস এফ আই কর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তালা খুলতে কেউ এগিয়ে আসেনি। এর পর এসএফআই কর্মীদের বেশ কয়েকজন গেট টপকে ভেতরে ঢুকে পড়ে। কয়েকজন লাঠি দিয়ে গেটের গায়ে ধাক্কা মারতে শুরু করে। ইট পাথর দিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় তালা ভেঙে ফেলা হয়।
আরও পড়ুন- Birbhum News : মহম্মদ বাজার ব্লকে ফের খুশির খবর, শুরু হল দ্বিতীয় পর্যায়ের কয়লা খনির কাজ
এর পর এস এফ আই কর্মীরা স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের নিচে পর্যন্ত পৌঁছে যায়। সেখানে উপাচার্যের অফিসে যাওয়ার দুদিকের সিঁড়ি আটকে অবস্থান বিক্ষোভ শুরু করে তারা।
কয়েক ঘন্টা সেখানে বিক্ষোভ দেখানোর পর তারা সেখান থেকে উঠে এসে বিশ্ববিদ্যালয়ের মূল দরজা আটকে দেয়। তারা জানিয়ে দেয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবি পত্র নিয়ে তদন্তের আশ্বাস না দেওয়া পর্যন্ত কোনও কর্মীকেই বিশ্ববিদ্যালয় থেকে বের হতে দেওয়া হবে না।
বিকাল ৫ টার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য আন্দোলনরত এস এফ আই কর্মীদের কাছে গিয়ে কথা বলেন। তিনি দাবি পত্র গ্রহণ করেন। এর পর এসএফআই তাদের অবস্থান তুলে নেয়।