বিগত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদীর জলস্তর দ্রুত বেড়ে চলেছে। ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার বিভিন্ন নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে পৌরসভার দুই নম্বর ওয়ার্ড এলাকায় রাজ্য সড়কের উপর দিয়ে বইছে নদীর জল। রাস্তা জলের তলায় চলে যাওয়ায় স্বাভাবিক যানচলাচল ঠিক মত হচ্ছে না, শহর থেকে গ্রামে, সর্বত্রই এখন এক উদ্বেগজনক চিত্র।
advertisement
আরও পড়ুন: জমেছে পচা লাশের পাহাড়! দুর্গন্ধে টেকাই দায়, এক রাতের ঝড়ে কী এমন হল? জানলে চমকে যাবেন
কোথাও ঘরের দোরগোড়া পর্যন্ত জল উঠে এসেছে, কোথাও মানুষ পায়ে হেঁটে জল পেরিয়ে রোজকার কাজ সারছেন। অনেক জায়গায় ছোট ছোট নৌকা বা ডিঙি ভরসা করে চলছে যাতায়াত। বাসিন্দারা জানাচ্ছেন, এই পরিস্থিতি বছরের পর বছর দেখলেও প্রতিবার নতুন করে দুর্ভোগ দেখা দেয় ।
স্থানীয় বাসিন্দা জানান, “প্রতিবার বর্ষার মরসুম এলেই আমাদের এই দুর্দশা। বাড়ির চারপাশে জল, রাস্তাঘাট ডুবে যাওয়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া – এসবই আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। দ্রুত যদি জল নামানোর ব্যবস্থা না হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।” ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, “আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। বৃষ্টি অব্যাহত থাকায় নদীর জলস্তর বাড়ছে, তবে এখনই আতঙ্কিত হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়নি। প্রতিটি জলমগ্ন এলাকায় নজরদারি চালান হচ্ছে প্রশাসনের তরফ থেকে।”
এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে ঘাটাল মহকুমার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।উল্লেখযোগ্যভাবে, প্রতি বর্ষা মৌসুমে ঘাটাল ও তার সংলগ্ন অঞ্চলগুলিতে এমন জলবন্দি অবস্থার সৃষ্টি হয়। বহু বছর ধরে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়নের দাবি জানান হলেও তা এখনও অধরা থেকে গেছে। এলাকার মানুষ মনে করছেন, স্থায়ী সমাধান না হলে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না কখনও।
মিজানুর রহমান