মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের কিরীটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের নগড়া পীরতলা সহ একাধিক রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। প্রতিদিনই সাধারণ মানুষ যাতায়াতে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এলাকার বাসিন্দারা বলছেন, গ্রামে ঢোকার এটাই মূল রাস্তা। কিন্তু সামনের ৭০০ মিটারের অবস্থা এমন বেহাল, হেঁটে যাতায়াত করাই দুর্বিষহ হয়ে উঠেছে। সাম্প্রতিক বর্ষণে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
advertisement
আরও পড়ুনঃ চোলাই মদে আসক্ত গ্রামের পুরুষ! লাঠি-ঝাঁটা হাতে মহিলারা যা করলেন…! বিরাট কাণ্ড চন্দ্রকোনায়
স্থানীয়দের অভিযোগ, বারবার পঞ্চায়েত প্রধান সহ একাধিক জনপ্রতিনিধিকে জানালেও কোনও কাজ হয়নি। ক্ষুব্ধ গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী নির্বাচনে ভোট বয়কট করবেন। বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন।
এই আবহে আজ বেহাল রাস্তার সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন স্থানীয় তিন নম্বর বিজেপি মণ্ডল সভাপতি সুব্রত ঘোষ। তিনি কিছুটা হলেও রাস্তাকে চলাচলযোগ্য করার চেষ্টা চালাচ্ছেন। অভিযোগ, পঞ্চায়েতের পক্ষ থেকে সেই উদ্যোগটুকুও নেওয়া হয়নি। ফলে আমরা নিজেরা উদ্যোগ গ্রহণ করেছি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, ‘রাস্তার জন্য মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে। তবে বর্ষার কারণে কাজ শুরু করা যাচ্ছে না। বৃষ্টি থামলেই কাজ শুরু হবে’।