TRENDING:

Toto: সমস‍্যা সেই টোটো...এবার কড়া নিয়ন্ত্রণ! নদিয়ার কোন এলাকায় টোটোতে জারি হতে চলেছে বড় নিষেধাজ্ঞা? বন্ধ হয়ে যাবে কি? জেনে নিন

Last Updated:

টোটোর নিয়ম কানুন নিয়ে করা হল বিরাট ঘোষণা! যা অতীতে কখনও হয়নি বলে মনে করছেন অনেকেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: টোটোর নিয়ম কানুন নিয়ে শান্তিপুর শহরে করা হল বিরাট ঘোষণা। যা অতীতে কখনও হয়নি বলে মনে করছেন অনেকেই। এই বড় সিদ্ধান্ত নিতে চলেছে টোটো সংগঠন। এবার টোটোর উপরে কড়া হবে নিয়ন্ত্রণ জানাচ্ছেন তারাই! মানুষের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়া হল। তারাও মনে করছেন প্রকৃতপক্ষে কোথাও এবার নিয়ন্ত্রণের সময় এসেছে সাধারণ মানুষের সুবিধার্থে।
advertisement

যেমন টোটো আসার পরে সুবিধা হয়েছে। প্রত্যেক মানুষ খুব কম সময়ে নিজের বাড়ির দরজা দিয়ে কম পয়সায় পৌঁছে যাচ্ছেন তার সম্ভাব্য গন্তব্যে। ঠিক তেমনই অতিরিক্ত মাত্রায় টোটো রাস্তায় চলাচলের ফলে হচ্ছে বেশ যানজট। জাতীয় সড়কে টোটো চালানোর ফলে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। কখনও একজন কখনও বা দু’জন অথবা শুধু চালক একাই ঘুরে বেড়াচ্ছেন ভাড়া পাওয়ার আশায় আর এতে সকলেরই পেশার উপার্জনে পড়ছে টান। সুতরাং এবার সময় এসেছে এই টোটোকেই নিয়ন্ত্রণে রাখার।

advertisement

আরও পড়ুন: বিছানার নীচে ছুঁড়ে দিন জলের বোতল! হোটেলে ঘরে ঢুকে অবশ‍্যই করুন এই কাজ, কেন? আসল কারণ জানলে চমকে যাবে

শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে আইএনটিটিইউসির অনুমোদিত শান্তিপুর শহর যাত্রীবাহী টোটো ইউনিয়নের উদ্যোগে আয়োজিত হয়েছিল এক কর্মীসভা। যেখানে শহর অঞ্চলের প্রায় এক হাজার টোটো চালক উপস্থিত হন। এই কর্মী সম্মেলনে একদিকে যেমন নিজেদের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার মধ্যে দিয়ে নতুন কমিটি গঠিত হয় ঠিক তেমনই বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের সূত্র জানতে চাওয়া হয় উপস্থিত অতিথিদের কাছ থেকে।

advertisement

View More

এদিনের এই কর্মী সম্মেলনে টোটো চালানোর অনুশীলন এবং টোটো ড্রাইভারদের ওপর একাধিক নিয়ম-কানুন আনতে চলেছে চালক ও যাত্রী উভয়ের সুবিধার্থেই। গ্রামের টোটো যাত্রী নিয়ে শহরে ঢুকলে সেই যাত্রী নামিয়ে শহর থেকে তোলা যাবে না কোনও যাত্রী।

advertisement

আরও পড়ুন: ১৭ বছরেই তুঙ্গে কেরিয়ার, ২৩ বছরে ‘মধুচক্র কাণ্ডে’ গ্রেফতার! এক ভুলে ধ্বংস কেরিয়ার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি অভিনেত্রীকে চিনতে পারছেন?

একই নিয়ম বর্তাবে শহরের টোটোর ওপরেও। প্রত্যেকটি টোটোকে পুরসভার তরফ থেকে তার নিজস্ব নম্বর দিয়ে একটি বারকোড করে দেওয়া হবে। ওই বারকোড স্ক্যান করলেই টোটোর সম্পূর্ণ তথ্য ও নথি পাওয়া যাবে। বারকোড বিহীন টোটো চালানো অবৈধ হিসেবে গণ্য করা হবে। এছাড়াও একাধিক ছোট বড় নিয়ম চালু হতে চলেছে যাতে আখেরে সুবিধে হবেই সকলেরই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরে শুরুতেই নতুন করে সেজে উঠছে কাটোয়া! চলছে উন্নয়ন যজ্ঞ, খুশি বাসিন্দারা
আরও দেখুন

Mainak Debnath

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto: সমস‍্যা সেই টোটো...এবার কড়া নিয়ন্ত্রণ! নদিয়ার কোন এলাকায় টোটোতে জারি হতে চলেছে বড় নিষেধাজ্ঞা? বন্ধ হয়ে যাবে কি? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল