TRENDING:

Poisonous Snakes: গৃহস্থবাড়িতে আতঙ্ক! মাটি খুঁড়তেই বেরিয়ে এল একাধিক বিষধর... কিলবিলিয়ে একের পর এক গোখরো সাপ! শেষমেশ যা হল...

Last Updated:

Poisonous Snakes: বন দফতরের কর্মীরা জানিয়েছেন, বর্ষাকালের জন্যই এই সাপের উপদ্রব বেড়েছে। তাঁরা এও জানাচ্ছেন, বর্ষাকালে বাড়ির আশপাশে কোনওরকম জলাজঙ্গল বাড়তে দেওয়া উচিত নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: গৃহস্থ বাড়ির ঘরের মাটি খুঁড়তেই বেরিয়ে এল একাধিক বিষধর গোখরো সাপের বাচ্চা। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাট এলাকার ঘটনা। গৃহস্থ বাড়ির সদস্য সনাতন বিশ্বাসের দাবি, এদিন সকালে একটি গোখরো সাপের বাচ্চা প্রথমে দেখতে পান। এরপর ঘরের ভিতরে গিয়ে তাঁরা দেখেন একাধিক গর্ত রয়েছে। শুরু হয় মাটি খোঁড়ার কাজ। খবর দেওয়া হয় বন দফতরকে।
advertisement

ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা এসে কাজে হাত লাগান। এরপর বেরিয়ে আসে একের পর এক গোখরো সাপের বাচ্চা। যদিও অল্প সময়ের মধ্যে দু’টি গোখরো সাপের বাচ্চাকে উদ্ধার করে বন দফতরের কর্মীরা। এরপর গৃহস্থ বাড়ি ছেড়ে চলে যান।

আরও পড়ুন: একটি নয়, পাঁচটি! চার-পেয়ে ঘোড়ার দলে ৫টি তিন-পেয়ে ঘোড়া খুঁজে পাবেন ১০ সেকেন্ডে? দেখুন তো চেষ্টা করে!

advertisement

যদিও এখানেই শেষ নয়, চলতে থাকে ঘরের মাটি খোঁড়ার কাজ, এরপর উদ্ধার হয় আরও বেশ কয়েকটি গোখরো সাপের বাচ্চা। এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় পরিবারের মধ্যে, প্রচুর সংখ্যক প্রতিবেশীদে ভিড় করে ওই গৃহস্থ বাড়িতে। সূত্রের খবর এখনও পর্যন্ত ছয়টি সাপ উদ্ধার হয়েছে।

View More

advertisement

বন দফতরের কর্মীরা জানিয়েছেন, বর্ষাকালের জন্যই এই সাপের উপদ্রব বেড়েছে। তাঁরা এও জানাচ্ছেন, বর্ষাকালে বাড়ির আশপাশে কোনওরকম জলাজঙ্গল বাড়তে দেওয়া উচিত নয়, এবং অন্ধকারে হাঁটাচলা না করে সর্বক্ষণ জোরালো আলো সঙ্গে করে চলাফেরা করা উচিত। অসাবধানতাবশত কোনও সাপ কামড়ালে বিন্দুমাত্র সময় নষ্ট না করে তৎক্ষণাৎ জেলা হাসপাতালে চলে যাওয়া উচিত। যেখানে বিনামূল্যে সাপের প্রতিষেধক ভ্যাকসিন দিলে পরেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে রোগী। কোনও বিষধর সাপকে না হত্যা করে বন দফতরকে খবর দেওয়া উচিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poisonous Snakes: গৃহস্থবাড়িতে আতঙ্ক! মাটি খুঁড়তেই বেরিয়ে এল একাধিক বিষধর... কিলবিলিয়ে একের পর এক গোখরো সাপ! শেষমেশ যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল