TRENDING:

West Bengal News: গ্রামে ঘুরছে ত্রাস! বাড়ির বাইরে বেরোলেই বিপদ, ঘরবন্দি মানুষ, জখম একাধিক

Last Updated:

West Bengal News: রথযাত্রার উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। জেলার মানুষও আনন্দে আত্মহারা। তবে এর মাঝেই অঘটন। উন্মাদ কুকুরের আক্রমণে আহত একাধিক জন। এই গ্রামে এখন শুধু আতঙ্ক। ভয়ে ঘরের বাইরে বের হতে পারছেন না কেউই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন: বাড়িতে কার যেন নিঃশ্বাসের শব্দ! দেওয়ালের পিছনেই লুকিয়ে পাঁচ ফুটের সেই ভয়ঙ্কর প্রাণী

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের বেতারুই এলাকায় বৃহস্পতিবার থেকে তাণ্ডব চালাচ্ছে দুটি উন্মত্ত কুকুর। সামনে পেলেই যাকে তাকে কামড় দিচ্ছে। ইতিমধ্যেই কুকুরে কামড়ে জখম হয়েছে বেশ কয়েকজন শিশুসহ কুড়িরও বেশি গ্রামের মানুষ। বেশ কয়েকজনের আঘাত গুরুতর। ইতিমধ্যেই তাদের চিকিৎসা চলছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও একাধিক জনকে ওই উন্মত্ত কুকুর কামড় দিয়েছে। সেই কুকুরের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুন: রাত ১০টা পর্যন্ত নির্যাতন, ভিডিও করা হয় ধর্ষণের! ল কলেজের ঘটনায় গভর্নিং বডির বৈঠক ডাকার নির্দেশ

শুক্রবার সকালে এলাকায় যান, পঞ্চায়েত সমিতির সদস্য ইফতেকার আলী সহ প্রশাসনের আধিকারিকেরা। ইতিমধ্যেই ওই কুকুরদের খোঁজ শুরু হয়েছে। ইফতেকার আলী বলেন, বৃহস্পতিবার থেকেই দুটি কুকুর তাণ্ডব শুরু করেছে এলাকায়। সামনে পেলেই যাকে তাকে কামড় দিচ্ছে। বেশ কয়েকজন বাচ্চা থেকে বড় গুরুতর জখম। প্রশাসন কুকুরদের খোঁজ শুরু করেছে। আহতদের যথাযথ চিকিৎসা চলছে। শুক্রবার রথযাত্রা। এ গ্রামেও বেশ কয়েকদিন আগে থেকেই ছিল উৎসবের আমেজ। তবে বৃহস্পতিবার থেকে বদলে যায় চিত্রটা।

advertisement

উন্মত্ত কুকুরের তাণ্ডবে এখন গ্রামে শুধু ভয়। একটি কুকুরকে চিহ্নিত করা গেলেও অপর একটি কুকুরকে এখনও পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে ভয় বাড়ছে এলাকায়। ছোট ছোট শিশুরাও আক্রান্ত হয়েছে। বাদ যায়নি বড়রা। স্বাভাবিকভাবে দ্রুত প্রশাসন সেই কুকুরকে ধরার ব্যবস্থা করুক, চাইছেন সকলে।

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: গ্রামে ঘুরছে ত্রাস! বাড়ির বাইরে বেরোলেই বিপদ, ঘরবন্দি মানুষ, জখম একাধিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল