আরও পড়ুন: এখনও কাটেনি নিম্নচাপ! জামাইষষ্ঠীতেও কি ঝড়বৃষ্টি হবে? বঙ্গে দুর্যোগ নিয়ে বড় আপডেট
স্থানীয়রাই তাদের উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে হাবরা হাসপাতাল থেকে রেফার করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে হাবরা হাসপাতালে। বেশিরভাগ মানুষজনেরই পা থেকে কোমর পর্যন্ত গুরুতর চোট পেয়েছেন বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই হাবরা থানার পুলিশ আটক করেছে ওই গাড়ির চালককে। পাশাপাশি গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাবরা থানায়।
advertisement
আরও পড়ুন: আলিপুরদুয়ার থেকে দিঘা ছুটবে বাস, টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে, ভাড়া কত জানেন?
পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়ির ড্রাইভার জানিয়েছেন, তার বাড়ি হাবড়া জয়গাছি এলাকায়। বছর আটত্রিশের রতন সাহা আরও জানান, তিনি নাকি গাড়ি চালানো শিখছিলেন। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।