জমি সংক্রান্ত বিবাদ থেকে এই সশস্ত্র সংঘর্ষের ঘটনাটি দেগঙ্গা থানার অন্তর্গত চাকলা পঞ্চায়েতের রামনগর এলাকায় ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। কিন্তু এইদিন সেই বিরোধ চূড়ান্ত আকার ধারণ করে। একপক্ষ জমিতে চাষ করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এরপরই দুই পক্ষের মধ্যে সংর্ঘষ বেঁধে যায়। লাঠি, ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে।
advertisement
আরও পড়ুন: গ্রামবাসীরা যা করল, পুলিশও পারেনি! হঠাৎ চিৎকার শিক্ষকের, হাতেনাতে ধরা পড়তেই ফাঁস গোপন খেলা
জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের কারণে মহিলা সহ মোট সাতজন আহত হয়েছেন। গ্রামবাসীদের বক্তব্য, দুই ভাইয়ের মধ্যে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। গ্রামবাসীরা বারবার বসে মীমাংসা করার কথা বললেও এক ভাই কিছুতেই তা শুনতে চায়নি। সেইখান থেকেই এই বিরোধের সূত্রপাত। এদিন এক ভাই জমিতে চাষ করতে গেলে তার উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
আরও পড়ুন: অশান্ত নেপালে আটকে বহু বাঙালি! কেউ বেড়াতে, কেউ চিকিৎসার জন্য গিয়েছিলেন, কেমন আছেন পর্যটকরা?
এই ঘটনায় আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বিশ্বনাথপুর গ্ৰামীণ হাসপাতালে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুই পক্ষই দেগঙ্গা থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।