TRENDING:

Bankura News: গৃহবধূর তাক লাগানো প্রতিভা! গড়ে ফেললেন হাতের তালুর আকারে ৭ ইঞ্চির কিউট সরস্বতী

Last Updated:

লক্ষ্মীর হাতে সরস্বতী। বাঁকুড়া এক গৃহবধূ নিজের হাতে মাটি দিয়ে তৈরি করলেন সরস্বতী মূর্তি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: লক্ষ্মীর হাতে সরস্বতী। বাঁকুড়া এক গৃহবধূ নিজের হাতে মাটি দিয়ে তৈরি করলেন সরস্বতী মূর্তি, যার সাইজ মাত্র সাত ইঞ্চি। হাতের তালুর আকারের ছোট্ট এই সরস্বতী মূর্তিটি দেখতে বেশ। হাতে রয়েছে বীণা। বাঁকুড়ার কেন্দুয়াডিহির বাসিন্দা গৃহবধূ অর্পিতা সরকার সরস্বতী পুজো উপলক্ষে নিজের হাতে মাটি দিয়ে তৈরি করেছেন মূর্তি এবং সেই মূর্তি পুজো করা হবে। শিল্পকর্মে দক্ষ অর্পিতা। সাত ইঞ্চির মা সরস্বতী বানিয়ে তাক লাগিয়েছেন তিনি।
advertisement

বাঁকুড়ার ভকত পাড়ার বাসিন্দা অর্পিতা সরকার, শিল্প কর্ম করতে সিদ্ধহস্ত। বিভিন্ন ধরনের অব্যবহারযোগ্য জিনিস দিয়ে তৈরি করে থাকেন নতুন নতুন মূর্তি। প্রতি বছরই দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মী পুজো এবং সরস্বতী পুজোর আগে তাক লাগানো মা দুর্গার মূর্তি তৈরি করে থাকেন এই গৃহবধূ। এই বছরও করলেন সেই একই কাজ।

আরও পড়ুন: বাংলায় এমন শহর নেই আর কোথাও! পর্যটকদের কমপ্লিট প্যাকেজ, যে কোনও মরসুমে বেড়ানোর আদর্শ ঠিকানা

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

অর্পিতা সরকার জানান, “বাঁকুড়ার কুমোরটুলি থেকে মাটি নিয়ে এসে নিজের হাতে মা সরস্বতীকে তৈরি করেছি, পরিবারের লোকজন খুব খুশি। সবাই বলছে এরপর থেকে আমাকে নিয়েই মূর্তি তৈরি করাবে।” সরস্বতী পুজো উপলক্ষে বাজারে পাওয়া যাচ্ছে রকমারি সরস্বতী ঠাকুর, মাটির মূর্তি থেকে শুরু করে প্যাকেটজাত সিনথেটিক সরস্বতী মূর্তি।

advertisement

পুজোর আগে সেই মূর্তিগুলি দেখেই নিজের শিল্পসত্তা জেগে উঠেছে বলে জানিয়েছেন অর্পিতা সরকার। বাঁকুড়া রাস্তাঘাটে নজর কাড়া সরস্বতী মূর্তিগুলি দেখে নিজেই একটি মূর্তি বানিয়ে ফেলেন এই গৃহবধূ। তারপরই ছড়িয়েছে চমক।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: গৃহবধূর তাক লাগানো প্রতিভা! গড়ে ফেললেন হাতের তালুর আকারে ৭ ইঞ্চির কিউট সরস্বতী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল