TRENDING:

Digha-Hilsa: বড় খবর...! দিঘায় ইলিশের বিরাট খরা, বর্ষায় কি আদৌ পাতে পড়বে? উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

Digha-Hilsa: কেন ইলিশের দেখা নেই তার কারণ হিসাবে উঠে এল চমকপ্রদ তথ্য।পূর্ব ভারতে সব থেকে বড় মৎস্য আরোহণ কেন্দ্রের ব্যবসায়ী থেকে দিঘা মোহনার ফিস এন্ড ফিস ট্রেডার্স সংগঠনের কর্তা ব্যক্তিরা যা জানাল শুনলে অবাক হবেন আপনিও!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: আবহাওয়া অনুকূল তাও ইলিশের দেখা নেই, কারণ জানলে অবাক হবেন! বর্ষাকাল মানেই ইলিশের মরশুম। কিন্তু চলতি বছরের পাশাপাশি বিগত কয়েক বছর দিঘায় ইলিশের দেখা নেই। কিন্তু কেন ইলিশের দেখা নেই তার কারণ হিসাবে উঠে এল চমকপ্রদ তথ্য।পূর্ব ভারতে সব থেকে বড় মৎস্য আরোহণ কেন্দ্রের ব্যাবসায়ী থেকে দিঘা মোহনার ফিস এন্ড  ট্রেডার্স সংগঠনের কর্তা ব্যক্তিরা যা জানাল শুনলে অবাক হবেন আপনিও!
advertisement

পূবালী হওয়া, ইলসেগুড়ি বৃষ্টি রয়েছে তাও অধরা বাঙালির প্রিয় ইলিশ। কারণ কি? দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের মৎস্যজীবী থেকে ট্রলার মালিকদের কথাবার্তায় উঠে এল দিঘায় ইলিশ করা নিয়ে নানান তথ্য। বার বার প্রকৃতির বিরূপ মনোভাব। উত্তাল সমুদ্র, সমুদ্র দূষণ, ছোট ফাঁসের জাল ব্যবহার, ডিম্বাণু নিধন, খোকা ইলিশ ধরার কারণে সমুদ্রে গভীরে ইলিশ তার বংশবিস্তার করতে পারছে না। নোনা ও মিঠা জলের মোহন গুলিতে দূষণ ও বড় বিষয় বলা চলে। এছাড়াও একাধিক কারণে ইলিশ অন্তত দিঘা মোহনা মার্কেটে আমদানি কম।

advertisement

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

২০১৭ সাল থেকে দিঘায় ইলিশের খরা। চলতি মরশুমে সেভাবে ইলিশের দেখা নেই। মৎস্যজীবীকে জানাচ্ছেন যেখানে প্রতিদিন ৮ থেকে ১০ টন ইলিশ মাছ উঠে আসার কথা সেখানে দিঘায় সপ্তাহে ১০ টন মাছ উঠে আসছে। ফলে ইলিশের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। আর আমদানির অভাবে দিঘা-সহ বাজারে ইলিশের দাম চড়া। ১.৫ কেজি ওজনের দাম প্রায় ২,২০০ টাকা। ১ কেজি থেকে ১২০০ ওজনের মাছের দাম ১৫০০ থেকে ১৬০০ টাকা। আবার ৫০০ গ্রাম থেকে ১কেজির মধ্যে ইলিশ যথাক্রমে এক হাজার থেকে ১২০০ টাকায় বিকোচ্ছে।

advertisement

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

ইলিশের খরা নিয়ে দিঘা বিভিন্ন মৎস্যজীবী থেকে ট্রলার মালিকেরা কথায় উঠে এল নানান তথ্য, বিভিন্ন কারণে দিঘায় ইলিশ মাছের দেখা নেই। যেমন টলার মালিকদের কথায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি রয়েছে তাই ইলিশ সেভাবে উঠে আসছে না। অন্যদিকে মৎস্য ব্যবসায়ীরা জানান,‌ নজরদারির অভাবে খোকা ইলিশ-সহ ইলিশের ভ্রুণ নষ্ট হচ্ছে। ‌যার ফলে দিঘায় ইলিশের খরা প্রতিবছর চলছে।

advertisement

বাংলাদেশে ব্যান পিরিয়ড সুচারু ভাবে পালন হয়। তাই মাছ বাড়ার সুযোগ পায়। ফলে রুপোলি ফসল বেঁচে অনেক অনেক বৈদেশিক মুদ্রা আমদানি করে। সেখানে আমাদের রাজ্যে পূর্ব মেদিনীপুর সরকারি ব্যান পিরিয়ড মানলেও দক্ষিণ ২৪ পরগনার ব্যবসায়ী থেকে মৎস্যজীবীরা তা সঠিক ভাবে পালন করছেন না বলে জানায় দিঘা মোহনা মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। মৎস্যজীবী সংগঠনের সদস্যরা মনে করছেন ইলিশ ধরার আবহাওয়া অনুকূলে রয়েছে সমুদ্রযাত্রার নিষেধাজ্ঞা উঠলেই ইলিশ উঠে আসবে।

advertisement

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha-Hilsa: বড় খবর...! দিঘায় ইলিশের বিরাট খরা, বর্ষায় কি আদৌ পাতে পড়বে? উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল