দিঘায় মৎস্যজীবীদের পাতা জালে জালে ধরা পড়া জ্যান্ত জোড়া ইলিশ ঘিরে রীতিমতো হইচই শুরু হয়েছে দিঘার সমুদ্র সৈকতে। জালে পড়ার পর ডাঙায় পড়ে লাফাতে থাকা দুটি ইলিশ দেখতে পেয়ে উৎসুক পর্যটকরা ভীড় জমান শুক্রবার সকালে। জ্যান্ত ইলিশ দেখতে পেয়ে কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কলকাতা থেকে আসা এক মহিলা পর্যটক ইলিশ দুটি কিনে নেন।
advertisement
আরও পড়ুন: 'যে কটা আবর্জনা পড়ে আছে উপড়ে ফেলব', পুরভোটে প্রচারমঞ্চে অভিষেকের নিশানায় কারা?
সকলেই জানেন, জলের বাইরে ইলিশের আয়ু নেই মোটে। তাই ডাঙায় ইলিশের লাফানোর কথা নয়। কারণ, সাগর থেকে তোলার পরেই মৃত্যু হয় মাছের। কিন্তু এ যেন এক অন্যরকম দৃশ্য। দিঘার সৈকতে যে মাঝারি মাপের ইলিশগুলি উঠে এল, সেগুলি ডাঙায় তোলার পরেও দিব্যি ছটফট করছে। জ্যান্ত ইলিশ এর আগে কোথাও দেখা গিয়েছিল কি না, তা মনে করতে পারছেন না কেউই।
শীতের মরসুমে ইলিশের বাজার বেশ চাঙ্গা। এখনও বাজারে কম বেশি ১২০০-১৫০০ টাকা কেজি দরে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। ক্রেতার সংখ্যাও কম নয়। দাম যতই হোক, ইলিশ পড়ে থাকার মাছ নয়, ক্রেতাও মিলছে দেদার।