রেলের সুরক্ষা বৃদ্ধির বিষয়ে আরপিএফ ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস জানান, ‘পহেলগাঁও ঘটনার পর যাত্রী সুরক্ষায় তাঁরা আরও সতর্ক রয়েছেন। যেকোনো উপায়ে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আরপিএফ এবং জিআরপি যৌথভাবে কাজ করছে। যাত্রী সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ট্রেনে মাদকদ্রব্য বহন বন্ধ করতে তাঁরা বদ্ধপরিকর।’
advertisement
আরপিএফ আরও জানিয়েছে, বালুরঘাটের তিনদিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে। মাঝেমধ্যেই বাংলাদেশিদের অনুপ্রবেশের খবর সামনে আসে। সম্প্রতি বালুরঘাট স্টেশনে এক বাংলাদেশি ধরাও পড়েছিল। তাই বাড়তি সর্তকতা নেওয়া হচ্ছে বালুরঘাট স্টেশনে, যাতে পহেলগাঁওয়ের মত ঘটনা না ঘটে।
বালুরঘাট স্টেশনের উপর দিয়ে যাওয়া ট্রেনে রেলকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। গোটা ট্রেনের নিরাপত্তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে বালুরঘাট দিল্লির মধ্যে চলাচল করা ভাটিন্ডা এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সতর্কতা বৃদ্ধি করা হয়েছে রেলের তরফে।
Susmita Goswami