সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার জি-প্লটের গোবর্ধনপুরে বঙ্গোপসাগরে ছোট ডিঙ্গায় প্রত্যেক দিনের মত জীবিকার জন্য মাছ ধরতে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রবল ঢেউয়ে নৌকা থেকে ছিটকে জলে পড়ে যান তিনি। কিছুক্ষণ পর নৌকার বাকি মৎস্যজীবীরা তার মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। এ নিয়ে স্থানীয়রা ওই ব্যক্তির পরিবার যাতে কিছু ক্ষতিপূরণ পায় সেজন্য মৎস্য দফতরের কাছে অনুরোধ জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: ধান চাষ, মাছ চাষ, জল জমার সমস্যা, সব এবার ছুমন্তর…! ২ কোটি টাকা ব্যয়ে বিশাল কাজ ফ্রেজারগঞ্জে
মৃতদেহটি পরে গোবর্দ্ধনপুর থানার পুলিশ উদ্ধার করে কাকদ্বীপে ময়নাতদন্তের জন্য পাঠায়। বর্তমানে নদী ও সমুদ্র উত্তাল থাকার কারণে বড় বড় ঢেউ আসছে। যার ফলে রোলিং বাড়ছে। কিছুদিনের মধ্যেই এই পরিস্থিতি বদলাবে বলে মনে করা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃত গণেশ মাইতি তাঁর সঙ্গীদের সঙ্গে ছোট মাছ ধরার নৌকা নিয়ে গিয়েছিলেন। আবহাওয়ার সতকর্তা ছিল। তাঁরা সমুদ্রের তটের খুব কাছেই ছিলেন। তবুও এই দুর্ঘটনা ঘটেছে। হঠাৎ করে আসা বিপর্যয়ে তাঁর সঙ্গীরা খুবই হতবাক। যার ফলে সবাই শোকাহত। অনেক মৎস্যজীবী এর ফলে মাছ ধরতে ভয় পাচ্ছেন।
নবাব মল্লিক