এই জায়গায় আগেও সাত থেকে আট বার তৈরি করা হয়েছে রিংবাঁধ। কয়েক কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল আয়লা বাঁধ, কিন্তু ভাঙন রোখা যায়নি।
আরও পড়ুন: সাগরে দানা বাঁধছে নিম্নচাপ! ঘূর্ণিঝড় নাকি তুমুল বৃষ্টি, কি বলছে হাওয়া অফিস, বিপদ কি কাটল উপকূলে!
সেই আয়লাবাঁধও ক্ষতিগ্রস্থ হয়েছিল। তারপর আবার একটি রিং বাঁধ তৈরি হয়। ঢেকে দেওয়া হয় জিও চট দিয়ে। কিন্তু সমুদ্রের উত্তাল ঢেউ সবকিছু নষ্ট করে দেয়। ইতিমধ্যে আবারও সেখানে প্রাকৃতিক বিপর্যয় আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফলে ভাঙন রোখা জরুরি হয়ে পড়েছে। এই ভাঙন রুখতে প্রশাসনিক বৈঠক করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে রিং বাঁধ দেওয়া হবে। বাঁধের কাছে থাকা ব্যক্তিদের পুনর্বাসন দেওয়া হবে অন্যত্র। এখন দ্রুত এই কাজ শেষ হলে ভাল হয় বলে মনে করছেন স্থানীয়রা।
নবাব মল্লিক





