TRENDING:

Schools Reopen: খুলেছে স্কুল, পড়ুয়াদের সুরক্ষায় তৎপর পূর্ব মেদিনীপুরের ট্রাফিক পুলিশ বিভাগ

Last Updated:

স্কুল কলেজ খোলার (Schools Reopen) পর জনবহুল এলাকায় যানজট ও দুর্ঘটনা এড়াতে বাড়তি নজরদারি জারি করেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) ট্রাফিক বিভাগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক:   সম্প্রতি পুরোদমে খুলেছে স্কুল কলেজ (Schools Reopen)। স্কুলে যাওয়া আসার রাস্তায় দুর্ঘটনায় এড়াতে বাড়তি নজরদারি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের (Traffic Police ) । সম্প্রতি রাজ্যজুড়ে খুলেছে স্কুল কলেজ। স্কুল কলেজ খোলার (Schools Reopen) পর জনবহুল এলাকায় যানজট ও দুর্ঘটনা এড়াতে বাড়তি নজরদারি জারি করেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) ট্রাফিক বিভাগ।
Schools Reopen: Traffic Police enhances security o road in Tamluk- Photo- Representative
Schools Reopen: Traffic Police enhances security o road in Tamluk- Photo- Representative
advertisement

পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার ১৭০ কিলোমিটার জাতীয় সড়ক,  অনেকগুলো রাজ্য সড়ক এবং গ্রামীণ সড়ক এর ওপর হাইস্কুল ও প্রাইমারি স্কুল রয়েছে। পুনরায় করে স্কুল কলেজ চালু হওয়ায় বাড়তি নজরদারি জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাফিক বিভাগ থেকে বিভিন্ন রাজ্য সড়কে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ রাখার কাজ শুরু হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া আসার পথে পারাপারের সময় রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ (Traffic Police ) ও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে।

advertisement

সম্প্রতি মহিষাদলে দুর্ঘটনার শিকার হয় দুই স্কুলছাত্রী। মহিষাদল গয়েশ্বরী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সায়ন্তনী বেরা ও নবম শ্রেণীর ছাত্রী সংঘমিত্রা বেরা সাইকেলে করে স্কুলে আসার পথে পেছন থেকে পণ্যবাহী ট্রাক ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় সপ্তম শ্রেণীর ছাত্রী সায়ন্তনী বেরা। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নবম শ্রেণীর ছাত্রী সংঘমিত্রা বেরা।

advertisement

আরও পড়ুন - IND vs SL: কার নজর লাগল ভারতীয় ক্রিকেট দলে? শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন সূর্যকুমার ও চাহার

এই ঘটনার পর মহিষাদলের সিনেমা মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা  ছাত্র-ছাত্রীদের হাত ধরে রাস্তা পারাপারে উদ্যোগী হয়েছে। শুধু পূর্ব মেদিনীপুরের মহিষাদল না জেলার সর্বত্রই স্কুলে আসা যাওয়ার সময় ছাত্র ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন বড়ো রাস্তার মোড়ে মোড়ে নিয়োজিত করা হয়েছে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার।

advertisement

পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিক ডিএসপি পবিত্র কুমার বারিক জানান, '' স্কুল খুলেছে যানজট নিয়ন্ত্রণে ও ছাত্র ছাত্রীদের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হয়েছে। জনবহুল এলাকায় রাস্তা গুলিতে পণ্যবাহী ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করার কাজ চলছে। জাতীয় সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকা গুলি চিহ্নিত করে পেট্রোলিং চলছে।"

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Schools Reopen: খুলেছে স্কুল, পড়ুয়াদের সুরক্ষায় তৎপর পূর্ব মেদিনীপুরের ট্রাফিক পুলিশ বিভাগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল