পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার ১৭০ কিলোমিটার জাতীয় সড়ক, অনেকগুলো রাজ্য সড়ক এবং গ্রামীণ সড়ক এর ওপর হাইস্কুল ও প্রাইমারি স্কুল রয়েছে। পুনরায় করে স্কুল কলেজ চালু হওয়ায় বাড়তি নজরদারি জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাফিক বিভাগ থেকে বিভিন্ন রাজ্য সড়কে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ রাখার কাজ শুরু হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া আসার পথে পারাপারের সময় রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ (Traffic Police ) ও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে।
advertisement
সম্প্রতি মহিষাদলে দুর্ঘটনার শিকার হয় দুই স্কুলছাত্রী। মহিষাদল গয়েশ্বরী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সায়ন্তনী বেরা ও নবম শ্রেণীর ছাত্রী সংঘমিত্রা বেরা সাইকেলে করে স্কুলে আসার পথে পেছন থেকে পণ্যবাহী ট্রাক ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় সপ্তম শ্রেণীর ছাত্রী সায়ন্তনী বেরা। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নবম শ্রেণীর ছাত্রী সংঘমিত্রা বেরা।
আরও পড়ুন - IND vs SL: কার নজর লাগল ভারতীয় ক্রিকেট দলে? শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন সূর্যকুমার ও চাহার
এই ঘটনার পর মহিষাদলের সিনেমা মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা ছাত্র-ছাত্রীদের হাত ধরে রাস্তা পারাপারে উদ্যোগী হয়েছে। শুধু পূর্ব মেদিনীপুরের মহিষাদল না জেলার সর্বত্রই স্কুলে আসা যাওয়ার সময় ছাত্র ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন বড়ো রাস্তার মোড়ে মোড়ে নিয়োজিত করা হয়েছে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার।
পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিক ডিএসপি পবিত্র কুমার বারিক জানান, '' স্কুল খুলেছে যানজট নিয়ন্ত্রণে ও ছাত্র ছাত্রীদের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হয়েছে। জনবহুল এলাকায় রাস্তা গুলিতে পণ্যবাহী ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করার কাজ চলছে। জাতীয় সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকা গুলি চিহ্নিত করে পেট্রোলিং চলছে।"
Saikat Shee