TRENDING:

খোলা আকাশে এখন ক্লাসরুম, পাড়ার দাদা-দিদিরাই শিক্ষক-শিক্ষিকা ! লকডাউনে অন্য শিক্ষক দিবস

Last Updated:

শিক্ষক দিবসে শিক্ষকদের কাছে না পেলেও আজকে গ্রামের দিদি ও দাদারাই তাদের কাছে হয়ে উঠেছেন প্রকৃত শিক্ষক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Dipak Sharma
advertisement

#আসানসোল: করোনার  আবহে শিক্ষক-শিক্ষিকাদের দেখা নেই। বিশেষ করে সরকারি স্কুলগুলিতে এ সময় আর্থিক ভাবে পিছিয়ে পরা দুঃস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষক-শিক্ষিকা হয়ে উঠেছেন পাড়ার দাদাদিদিরা । করোনা আবহে লকডাউনের কারণে স্কুল বন্ধ রয়েছে। এ দিকে অললাইনের ক্লাসের সুযোগ সুবিধাও নেই পিছিয়ে গ্রামের পড়ুয়াদের। তার জেরে পড়াশোনা বন্ধের পথে। তখনই গ্রামের দিদি ও দাদারা শিক্ষক হয়ে উঠে এল তাদের কাছে। তাঁরা ব্ল্যাকবোর্ড ও হাতে চক নিয়ে পড়াশোনা করাচ্ছেন এই পড়ুয়াদের। শিক্ষক দিবসে শিক্ষকদের কাছে না পেলেও আজকে গ্রামের দিদি ও দাদারাই তাদের কাছে হয়ে উঠেছেন প্রকৃত শিক্ষক। এই দৃশ্য দেখা গেল আসানসোলের পলাশডিহার ভুঁইয়া পাড়ায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ দিন এলাকায় গিয়ে দেখা গেল খোলা আকাশের নিচে পড়ুয়াদের পঠন পাঠন চলছে। দিদি ও দাদার শিক্ষক হয়ে পড়ুয়াদের পড়াচ্ছেন। যদি এই শিক্ষা না পেত, তাহলে হয়তো পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে যেত এই দুঃস্থ পড়ুয়ারা। তাই তাদের শিক্ষা দিতে শিক্ষক দিবসের দিনে এগিয়ে এলেন দিদি ও দাদারা। এই শিক্ষা পেয়ে খুশি পড়ুয়ারা। এর পাশাপাশি আসানসোলে আরও বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া পড়ুয়াদের এইভাবে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। বোলপুরে ছাতিম গাছের তলায় খোলা আকাশের নিচে পঠন-পাঠন শুরু করেছিলেন কবিগুরু । করোনা আবহে খোলা আকাশের নিচে এখন ক্লাসরুম তৈরি করেছেন পাড়ার দাদা-দিদিরা ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খোলা আকাশে এখন ক্লাসরুম, পাড়ার দাদা-দিদিরাই শিক্ষক-শিক্ষিকা ! লকডাউনে অন্য শিক্ষক দিবস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল