প্রথাকথিত ছবি আঁকা নয়, অবসর সময় পেলে এই ছাত্রী ছবি আঁকে এই সব জিনিসের উপর। সাদা কাগজে রং তুলিতে ছবি আঁকা তো রয়েইছে, তবে মাটির এই জিনিস এত সুন্দর জিনিস ফুটিয়ে তুলে, যা দেখলে অবাক হতে হয়। শুধু তাই নয় যুব-প্রজন্মকে দিচ্ছেন আর্থিক উপার্জনের দিশাও। স্কুল টিউশন এবং নিজের পড়ার পর অবসর পেলে বসে পড়ে রং তুলি নিয়ে। স্বাভাবিকভাবে তার হাতের শিল্প নিপুণতা এবং তার এই ভাবনা চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
advertisement
পশ্চিম মেদিনীপুরের দাঁতন এর চাউলিয়া এলাকার বাসিন্দা দশম শ্রেণীর ছাত্রীর পিঙ্কি জানা। পিংকি বর্তমানে দাঁতন ভাগবত চরণ হাই স্কুলের দশম শ্রেণিতে পড়াশোনা করে। তবে ছোট থেকেই ছবি আঁকা শেখে সে। মাত্র কয়েক বছর আগে, সে হারিয়েছে তার বাবাকে। তার বাবাও ছিলেন একজন প্রখ্যাত চিত্রশিল্পী। বাবাকে দেখেই তার ছবি আঁকার স্বপ্ন জাগে। স্কুল টিউশন ও নিজের পড়াশোনার পর অবসর সময়ে বসে পড়ে রং তুলি নিয়ে। সাদা কাগজের উপর ফুটিয়ে তোলা নাই মাটির সরা, হাঁড়ি সহ মাটির নানা জিনিস এর উপর ফুটিয়ে তুলে একাধিক ছবি। কখনও মানুষের প্রতিকৃতি, আবার কখনও বিভিন্ন নিত্য নতুন ছবি ফুটে ওঠে মাটির বিভিন্ন জিনিসের উপর।
বর্তমান দিনে চাহিদা বাড়ছে বিভিন্ন ঘর সাজানোর উপকরণ এর। তার মধ্যে যেমন রয়েছে মাটির হাঁড়ি, সরা সহ নানান জিনিস। প্রসঙ্গত সামান্য টাকায় বাজারে বিক্রি হওয়া মাটির এই সমস্ত জিনিসের উপর সৃজনশীল নানা ছবি ফুটিয়ে তুলছে দাঁতনের দশম শ্রেণির বাসিন্দা পিঙ্কি। সৃজনশীল কাজের চাহিদা বাড়ছে দিন দিন। পড়াশোনার অবসরে হাতের নানান সৃজনশীল কাজ করে আর্থিক উপার্জন হতে পারে তার দিশা দেখাচ্ছে এই মেয়ে।