বিরাটি: বিরাটির পুকুর থেকে শিক্ষকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বুধবার সকালে বিরাটির স্বামিজি পল্লী এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা পুকুরে দেহ ভাসতে দেখে স্থানীয় কাউন্সিলর ও নিমতা থানায় খবর দেয়।
advertisement
পরে জানা যায়, ওই ব্যক্তির নাম মৃতুল দেবনাথ (৪২)। তিনি দক্ষিণ নিলাচলের বাসিন্দা। বেশ কয়েকদিন ধরে গৃহ শিক্ষক এই মৃতুল দেবনাথ মানসিক অবসাদে ভুগছিলেন। এরপর ৩ নভেম্বর বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে তাঁর আর খোঁজ মিলছিল না।
ওই দিন পরিবারের তরফে বিমানবন্দর থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। বুধবার সকালে দেহ দেখতে পাওয়া যায়। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তি সাঁতার জানত না। তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা অসুস্থ। সেই কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। সেই থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে অনুমান অনেকে। স্থানীয় কাউন্সিলরের দাবি, মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি।
