ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রতিবছর স্কুলে বাৎসরিক অনুষ্ঠান হয়। এই বছরও অনুষ্ঠানের জন্য প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতিকে বলেন পড়ুয়ারা। সেই হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর বাৎসরিক অনুষ্ঠানের দিন ঠিক হয়। কিন্তু আজ, ২২ তারিখেও স্কুলে অনুষ্ঠানের কোনও রকম তোড়জোড় দেখতে পায়নি শিক্ষার্থীরা। তখন ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষককে জিজ্ঞেসা করলে তিনি নাকি বিভিন্ন বাহানা দিয়ে বলেন, এবার বাৎসরিক অনুষ্ঠান হবে না। সেকথা শুনে আশাহত হন পড়ুয়ারা।
advertisement
এরপর পরিচালন সমিতির সভাপতি স্কুলে এসে প্রধান শিক্ষকের ঘরে ঢুকলে ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের ঘরের বাইরে দিয়ে তালা দিয়ে দেয়। ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। তাঁরা ছাত্রছাত্রীদের বুঝিয়ে তালা খুলে দেন।
এই বিষয়ে প্রধান শিক্ষক পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধেই অভিযোগ তোলেন। তিনি বলেন, সভাপতির জন্যই এই অনুষ্ঠান হচ্ছে না। অন্যদিকে পরিচলন সমিতির সভাপতি বলেন, টিচার ইনচার্জ ছাত্রছাত্রীদের ভর্তির টাকার সঠিক হিসেব দিচ্ছেন না। সেই কারণে স্কুল চালাতে সমস্যা হচ্ছে। তাই আমরা চাই, টিচার ইনচার্জ টাকার সঠিক হিসেব দিক। একইসঙ্গে তিনি বলেন, অনুষ্ঠান হবে।