পুজোর সময় বন্ধ থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা! কিছু পথে নো-এন্ট্রির নির্দেশ, ঠাকুর দেখতে বেরিয়ে সমস্যায় পড়ার আগেই জানুন

Last Updated:

Road Closed in Durgapur: পুজোর মরসুমে টানা ১১ দিন একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কয়েকটি রাস্তায় নির্দিষ্ট সময়ের জন্য নো-এন্ট্রির নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গাপুজোর সময় ভিড় নিয়ন্ত্রণে রাখতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ এমন উদ্যোগ নিয়েছে

জারি করা হয়েছে নির্দেশিকা
জারি করা হয়েছে নির্দেশিকা
দুর্গাপুর, দীপিকা সরকারঃ পুজোর সময় যানজট এড়াতে বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে। সেসব না জেনে রাস্তায় বেরোলেই সমস্যা। জেনেশুনে বেরোলে পুজো পরিক্রমা আসান হবে। পুজোর মরসুমে পুলিশ প্রসাশনের পক্ষ থেকে শিল্পাঞ্চলে টানা ১১ দিন একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ কয়েকটি রাস্তায় নো-এন্ট্রির নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গাপুজোর সময় ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রতি বছরের মতো এই বছরও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ এমন উদ্যোগ নিয়েছে।
শিল্পাঞ্চলের একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। আবার একাধিক রাস্তা যানজট এড়ানোর জন্য খোলা থাকছে। জেনে নিন কবে কোন রাস্তা ঠিক কতক্ষণের জন্য বন্ধ থাকবে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আরও পড়ুনঃ একচালার কাগজের দুর্গা! সপ্তম শ্রেণির ছাত্রের চোখধাঁধানো হাতের কাজ, ছোট্ট অরিজিতের শিল্প থেকে চোখ ফেরানো মুশকিল
কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, কিছু রাস্তায় প্রতিদিন বিকেল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে-
advertisement
advertisement
১. বেনাচিতি ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা মোড়।
২. সিটি সেন্টারে রিকল পার্ক মোড় থেকে সিটি রেসিডেন্সি মোড়।
৩. ডিএসপি টাউনশিপে চণ্ডীদাস মোড় থেকে নিউটন মোড়।
৪. ভিড়িঙ্গি মোড় সার্ভিস রোড।
৫. এমএমএসি বি-১ মোড় থেকে ফুলঝোড় মোড়।
৬. স্টিল পার্ক মোড় থেকে ফুলঝোড় মোড়, বিধাননগরে রাম সীতা মন্দির মোড় থেকে ডিডিএ মার্কেট মোড়।
advertisement
৭. ইউরি গাগারিন পথ মোড় থেকে সেক্টর ২সি গ্রাউন্ড।
৮. কাঁকসায় পানাগড় মোড় থেকে পানাগড় রেলগেট পর্যন্ত রাস্তা।
শহরের ভিতরে বাস চলাচলেও কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, সন্ধ্যার পর বাস চলবে না এমন রুটগুলি হল-
১. সরকারি কলেজ (দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ) থেকে স্টিল পার্ক মোড়।
২. ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা বাসস্ট্যান্ড।
advertisement
৩. ১৯ নম্বর জাতীয় সড়কের ভিড়িঙ্গির সার্ভিস রোড।
৪. স্টিল টাউনশিপের চণ্ডীদাস রোটারি থেকে মার্কনি রোড।
এছাড়া পণ্যবাহী যানবাহন চলাচলও বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় আসছে-
১. সরকারি কলেজ মোড় থেকে আড়রা মোড়।
২. বাঁকুড়া মোড় থেকে মুচিপাড়া মোড়।
৩. ইন্দো-আমেরিকান মোড় থেকে স্টিল পার্ক মোড়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, পুজোর দিনগুলিতে দুর্গাপুর শহরে ভিড় সামলাতে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। প্রতিবছরই পুলিশ এই পদক্ষেপ নেওয়ায় যানজট থেকে অনেকটা রেহাই পান দর্শনার্থীরা। পুলিশি তৎপরতার কারণে শহরবাসী সহ ভিন জেলা থেকে আসা দর্শনার্থীদের বিপাকে পড়তে হয় না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর সময় বন্ধ থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা! কিছু পথে নো-এন্ট্রির নির্দেশ, ঠাকুর দেখতে বেরিয়ে সমস্যায় পড়ার আগেই জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement