TRENDING:

স্কুলে যাওয়ার রাস্তা উধাও! ৭০০ পড়ুয়া নিয়ে ফাঁপরে শিক্ষক, কী হল জানুন

Last Updated:

গরমের ছুটির পর দেখা যায় স্কুলের আসার জন্য সেচ দফতরের যে জায়গা ছিল সেটি প্রোমোটাররা দখল করে ঘিরে দিয়েছেন। ফলে বর্ষার জল কাদা পেড়িয়ে স্কুলে আসতে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 মুর্শিদাবাদ:  স্কুল আছে। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারাও রয়েছেন। তবু ক্লাস হচ্ছে না। কারণ, স্কুলে আসতেই পারছে না ছাত্রছাত্রীরা। যাতায়াতের পথের অবস্থা এমনিতেই সঙ্গীন ছিল। তার উপর বৃষ্টির জল জমে, কাদা হয়ে স্কুলে আসার রাস্তা ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। সেই নিয়েই অশান্তি মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকায়। সুরাহা না হওয়ায় বিক্ষোভে শামিল পড়ুয়ারা।
বর্ষার জল কাদা পেড়িয়ে স্কুলে আসতে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাদের।
বর্ষার জল কাদা পেড়িয়ে স্কুলে আসতে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাদের।
advertisement

আরও পড়ুন– শহরের বুকে নৌকা! অতি বৃষ্টিতে বন্যা পরিস্থিতি বঙ্গের কোন কোন এলাকায়?

সূত্রের খবর, ভগবানগোলা থানার কালুখালি আবদুল মান্নান হাই মাদ্রাসায় প্রায় সাড়ে সাতশোর বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে। স্থানীয় বাসিন্দা জিয়ারউদ্দিন শেখ তাঁর বাবা আবদুল মান্নার নামে এই হাই মাদ্রাসার জমি দান করেছিলেন। সেইসময় এই মাদ্রাসায় আসার জন্য সেচ দফতরের যে জায়গা ছিল সেটিতে ইট পেতে ছাত্রছাত্রীদের যাতায়াতের উপযুক্ত করে দেওয়া হয়েছিল। অভিযোগ, গরমের ছুটির পর দেখা যায় স্কুলের আসার জন্য সেচ দফতরের যে জায়গা ছিল সেটি প্রোমোটাররা দখল করে ঘিরে দিয়েছেন। ফলে বর্ষার জল কাদা পেড়িয়ে স্কুলে আসতে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাদের। তাই রাস্তার দাবিতে চলছে অবরোধ। মহিষস্থি গ্রাম পঞ্চায়েতে যাওয়ার রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রছাত্রীরা।

advertisement

শিক্ষকদের অভিযোগ, মাদ্রাসার রাস্তার জন্য ব্লক অফিস থেকে শুরু করে এসআই, ডিআই অফিসে জানিয়েও কোনো সুরাহা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পড়ে ভগবানগোলা থানার পুলিশ। তাঁরা সমাধানের আশ্বাস দিলে পড়ুয়ারা অবরোধ তুলে নেয়। ছাত্রী তহিনা খাতুন বলে, “আমাদের মাদ্রাসায় আসার রাস্তা ঘিরে দেওয়া হয়েছে। যাতায়াতের জন্য আমাদের আর কোনও রাস্তা নেই। কীভাবে মাদ্রাসায় এসে পড়াশোনা করব? তাই রাস্তার দাবিতে আমরা বিক্ষোভ করছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে মাদ্রাসার শিক্ষক আবদুস সবুরের গলায়ও ক্ষোভের সুর। তাঁর দাবি, “আমরা কোন রাস্তা দিয়ে যাতায়াত করব? রাস্তার সমস্যার একটা সুষ্ঠ সমাধান হোক।” শিক্ষক মোজাহার গাজিও রাস্তার আশু সমাধান চেয়ে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুলে যাওয়ার রাস্তা উধাও! ৭০০ পড়ুয়া নিয়ে ফাঁপরে শিক্ষক, কী হল জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল