স্কুল খোলার (School Reopens) প্রথম দিন স্কুলের ইউনিফর্ম পরে বিপ্রজিত কয়েকজন বন্ধুর সঙ্গে চলে গিয়েছিল গঙ্গার ঘাটে। সেখানে ঘাটে ইউনিফর্ম খুলে রেখে বন্ধুদের সঙ্গে গামছা পরে গঙ্গায় স্নান করতে নেমেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ভাগীরথীর জলে নামার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায় বিপ্রজিৎ। বন্ধুকে গঙ্গায় তলিয়ে যেতে দেখে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তার বন্ধুরা। এলাকাবাসী তাদের ধরে জিজ্ঞাসাবাদ করে।
advertisement
আরও পড়ুন - College Fees Due: বকেয়া কলেজের মাইনে, রোজের মজুরিতে শ্রমিকের কাজ তরুণী মেধাবী Student-র
শান্তিপুর থানায় খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিখোঁজ ওই ছাত্রের স্কুল ব্যাগ, চটি উদ্ধার করে। ভাগীরথীর জলে তলিয়ে যাওয়া ছাত্রের খোঁজ শুরু হয়েছে। তবে স্কুলে আদৌ বিপ্রজিৎ গিয়েছিল কিনা তা এখনো জানা যায়নি। পুলিশ জানার চেষ্টা করছে।